
আজ আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির নেতারা গুছিয়ে কথা বলে। তারা বলছে তারা ভারত পন্থী ও পাকিস্তান পন্থী রাজনীতি করতে দেবে না।এসময়ে ভারত বিরোধী ও পাকিস্তান বিরোধী রাজনীতিও অপ্রয়োজনীয়। নতুন হতে যাওয়া দেশ রাখাইন বা আরাকান দিয়ে ভারত তার বন্দর সুবিধা নিতে পারবে। বাংলাদেশ ভারতকে সে সুবিধা প্রদান করে টাকা আয় করতে পারলে ক্ষতি কি? আবার ভারত পণ্য না দিলে পাকিস্তান থেকে পণ্য কিনে বাংলাদেশ প্রয়োজন পূরণ করতে পারে। সুতরাং ভারত-পাকিস্তানের তাবেদারীও নয় এবং তাদের বিরোধীতাও নয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত।
আওয়ামী লীগকে বাদ দিয়ে করা নির্বাচন অংশগ্রহণ মূলক নির্বাচন বিবেচীত হবে না। সামনের নির্বাচন হতে হবে সবাইকে নিয়ে। ওরা বলছে তারা ফ্যাসিবাদ, তারা বলছে ওরা জঙ্গী। জনগণের মনভাব বুঝতে সবাইকে নির্বাচনে রাখা সঠিক কাজ। জনগণ ফ্যাসিবাদ ও জঙ্গীকে ভোট দিলে সমস্যা কি? ট্রাম্প বিষয়ে বিশ্বের বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। কিন্তু আমেরিকানরা তাঁকেই প্রেসিডেন্ট বানিয়েছে। তেমনি ভারতীয়রা প্রধানমন্ত্রী বানিয়েছে মোদীকে।গণতন্ত্রে জনগণের ইচ্ছাই শেষ কথা। জোর করে কোন পক্ষকে নির্বাচনের বাইরে রাখলে তো সেটা গণতন্ত্র হল না। এন্টি আওয়ামী লীগ আওয়ামী লীগ মোকাবেলায় দু’তরফা নির্বাচন করতে পারে। প্রথম বার কেউ ৫০% এর বেশী ভোট না পেলে সেই আসনে দ্বিতীয় বার ভোট করলে ৫০% এর কম ভোট পেয়ে কেউ এমপি হবে না। এটা হবে প্রকৃত গণতন্ত্র। আমার ধারণা প্রকৃত গণতন্ত্রে আওয়ামী লীগকে রুখে দেওয়া সম্ভব হবে।
বিএনপিকে র্নির্বাচনের বাইরে রেখে করা হাসিনার নির্বাচন জনগণ পছন্দ করেনি।আওয়ামী লীগকে র্নির্বাচনের বাইরে রেখে করা র্নিাচনও জনগণ পছন্দ করবে না।সুতরাং সবাইকে নিয়ে নির্বাচন করা হোক। সব ভোটার যেন ভোট কেন্দ্রে আসে সেই ব্যবস্থা করা হোক। তারপর কোয়ালিশন সরকার হলেও হোক। জাতীয় ঐক্যের জন্য সঠিক নির্বাচন দরকার। নতুন রাষ্ট্র রাখাইন/আরাকানও ভারতের বন্ধু হতে চলেছে। তারমানে বাংলাদেশের তিন দিক ভারত ও ভারতের বন্ধু দিয়ে ঘেরা। এমতাবস্থায় সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নাই।ভারত যা বলবে আমরা সেটা শুনতে বাধ্য হলে বিষয়টা ভালো হবে না। ইউক্রেনের জাতীয় ঐক্য না থাকার সুবিধা গ্রহণ করছে রাশিয়া। আমাদেরকে এর থেকে শিক্ষা নিতে হবে। আমরা আমাদের সকল নাগরিককে সম্মান করব- এটাই আমাদের অঙ্গিকার হতে হবে। বাংলাদেশের সবাই হবে বাংলাদেশী, কেউ ভারতীয় ও পাকিস্তানী হবে না- এটাই হোক আমাদের বাস্তবতা। আমাদের চেতনা হোক বাংলাদেশী চেতনা। জাতীয় নাগরিক পার্টি আমাদের বাংলাদেশী চেতনা জাগ্রত করতে পারলে সেটা জাতির জন্য মঙ্গল জনক হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


