
নাহিদদের ভিন্নরূপ দেখাচ্ছে আওয়ামী পন্থীরা। কারণ তারাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তাড়িয়েছে।কিন্তু আওয়ামী শাসনে বিরক্ত জনগণ আওয়ামী পন্থীদের কথা শুনছে না। তাদের কাম্য হলো আওয়ামী লীগ আর ক্ষমতায় ফিরে না আসুক।গুম-খুন আওয়ামী লীগের বিরুদ্ধে বড় অভিযো্গ। আওয়ামী বিরোধী জনগণ এ অবস্থার চির অবসান চায়।কারণ তারা আর আওয়ামী লীগ কর্তৃক গুম-খুনের শিকার হতে চায় না।
নাহিদদের সাথে পাকিস্তান ও আমেরিকা থাকার কথা বলা হচ্ছে। তারাও আওয়ামী শাসনে বিরক্ত ছিল। আমেরিকায় সরকার বদল হয়েছে। আওয়ামী লীগ নতুন সরকারকে তাদের বন্ধু মনে করেছিল।তারা মনে করেছিল আমেরিকার নতুন সরকার আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়ে দিবে।কিন্তু আমেরিকার নতুন সরকারের এক মাসের বেশী সময় পার হলেও আওয়ামী লীগ ক্ষমতা ফিরে পায়নি।
ডক্টর ইউনুছের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আমরা আশাবাদী তিনি নিরেপেক্ষ থাকবেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন হোক আমরা সেটা চাই না। কেউ কেউ শেখ হাসিনাকে হিটলারের কাতারে দাঁড় করাচ্ছে। এটা ঠিক না। কারণ হিটলার একটা বিশ্বযুদ্ধ বাঁধিয়েছিল। শেখ হাসিনা তেমন কিছু করেননি।যার যতটুকু দোষ ততটুকুই বলা ভালো। শেখ হাতিনা আশা করছেন জনগণ তাঁকে আবার ক্ষমতায় বসাবে। জনগণের সে সুযোগ থাকার দরকার আছে। সুতরাং বিচারের আগে নির্বাচন হোক। তাতে শেখ হাসিনা হেরে গেলে বুঝা যাবে জনগণ তাঁর বিচার চায়। তাতে শেখ হাসিনা জয়ী হলে বুঝা যাবে জনগণ তাঁর বিচার চায় না। তো জনগণ যদি তাঁর বিচার হওয়া কামনা না করে তবে তাঁর বিচার করার দরকার কি? তিনি জয়ী হলে বুঝা যাবে যারা তাঁকে তাড়িয়েছে জনগণ আসলে তাদের বিচার চায়। জনগণ আসলে কি চায় সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন করে জনগণের ইচ্ছা প্রকাশের সুযোগ দেওয়া হোক।
ফ্যাসিবাদীকে তাড়িয়ে যারা ফ্যাসিবাদীকে তাড়াল তারাই যদি আবার ফ্যাসিবাদী হয়ে পড়ে তাহলে ফ্যাসিবাদীকে তাড়ানোর আর কি দরকার ছিল? একই কাজ একজনের ক্ষেত্রে দোষ হয়ে অন্য জনের ক্ষেত্রে গুণ হতে পারে না। তবে দু’তরফা নির্বাচন হলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকবে না। তারপর এন্টি আওয়ামী রীগের কলিশন সরকার হলে মন্দ হবে না। সেই সরকারে ডক্টর ইউনুছকে প্রেসিডেন্ট বানালে ভালো হবে।তারপর আওয়ামী লীগের গুম-খুনের বিচার আস্তে আস্তে করা যাবে। িএটা নিয়ে বেশী উতলা হওয়া মঙ্গল জনক নয়।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২৫ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


