
সেই তার ভাবনা যেন এক ঝাঁক চঞ্চলা সুন্দরী ললনার দল
আমি উদ্ভ্রান্তের মত তাদের সাথে ছুটে চলি প্রেমের কাননে
সম্মহনের রঙ্গিন প্রজাপতি উড়ে সেথা এ ফুল ও ফুল দলে
ভালোলাগার ভ্রমরের গুঞ্জনে নিজেরে হারাই তার সৌরভে।
একাই সে যেন শত জনের রূপের পসরা মেলে আমায় ডাকে
কাছে আস কাছে আস কাছে আস না- রেশম পালক তার
স্বরের আবহে প্রেম কাননের ফুলের পাপড়ী ঝরে অবিরত
মুগ্ধতায় আমি মূর্চিত হয়ে পড়ে থাকি সেথায় অনেক সময়।
সে যখন থাকে তখন আমার সুখ সাগরের জল আছড়ে পড়ে
শান্তির সৈকতে- সেথায় আনন্দের বালুচরে ঝিনুকের মুক্তা
আহরিত হয় শত শত। তাদের মালায় তাকে সাজিয়ে দেখি
দৃষ্টি থেমে থাকে তার মাঝে চিরায়ত প্রেমের স্নিগ্ধ আলপনায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


