
এভাবেই একদিন সোনা ঝরা রোদে
হেঁটেছি দু’জন পাশাপাশি খানিকটা পথ
হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দু’জনে
একরাশ ভালো লাগা হৃদয়ে জড়ায়।
তুমি তাকালে এমন করে ভাবছি সে চোখ
দেখেছি এমন আর মনেই পড়ে না
সে দৃষ্টির স্নিগ্ধতায় আলোড়ন তোলে
আমায় ভাসিয়ে নেয় শান্তির সাগরে।
দু’জন ভাসছি স্রোতে উথালপাথাল
বাতাস বুলায় গায়ে কোমল পরশ
তোমায় দেখছি যত বিমহিত হই
সুন্দরী এমন হলে বাঁধা পড়ে মন।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২৫ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



