
ঘাটলায় শুয়ে দেখি আকাশের ছাদ
বেলগাছ নুয়ে আছে মুখের উপরে
কুকুরের চোখ জ্বলে খানিক অদূরে
ছাঁইপাশ কবিতার দোলা লাগে মনে।
‘কাজ নাই খই ভাজ’ একটা প্রবাদ
তুচ্ছটাও উচ্চ হয় কবির আদরে
শুকনো পাতা গৃহিত সেথায় সাদরে
ঝিলমিল শুনে যাই আনন্দের কানে।
কি গান বানায় ওরা সুবাদ্যে মোহিত
ছিমছাম চারদিক শরতের বেলা
কে কোথায় করে যায় অপরের হিত?
করে না সুবোধ কারো যত্নে অবহেলা।
আকাশে তাকিয়ে মন হয়ে যায় বড়
সেথায় মঙ্গল চিন্তা হতে থাকে জড়।
# তথাপি একটা সনেট লিখলাম।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



