
নোয়াখালী ও কুমিল্লার চেয়ে ছোট বহু স্বাধীন দেশ আছে। উভয় এলাকার মানুষ যেহেতু তাদের এলাকাকে বিভাগ চাচ্ছে সেহেতু উভয় এলাকাকে বিভাগ করা হোক। নোয়াখালির প্রভাব আছে চট্টগামে, কুমিল্লায় ও ভোলায়। সেই হিসাবে কুমিল্লার আগে নোয়াখালীকে বিভাগ করা উচিত। তবে যেহেতু কুমিল্লা নোয়াখালী বিভাগে থাকতে চাচ্ছে না সেহেতু কুমিল্লাকেও বিভাগ করা হোক।
পাশের কোন এলাকার প্রভাব নোয়াখালীতে নাই। পাশের সব এলাকায় নোয়াখালির প্রভাব আছে। এ এলাকা থেকে দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্পিকার সব হয়েছে। এ লাকার অবমূল্যায়ন ঠিক না। নোয়াখালীকে বিভাগ না করা বিষয়ে কেউ কোন লজিক খুঁজে পাবেন না।সাগর পাড়ে হওয়ায় নোয়াখালীর আয়তন বাড়ছে। এটা দেশের সবচেয়ে ধনী এলাকা। এরা শুধু সারা বাংলায় নয়, বরং এরা আছে সারা বিশ্বে।বাংলাদেশ নামক দেশটির অগ্রগতিতে নোয়াখালীর যথেষ্ট অবদান আছে। সামুর মডু মহোদয়ও এ অঞ্চলের। জিয়াউর রহমান এ অঞ্চলের জামাই। খালেদা জিয়া এ অঞ্চলের মেয়ে। তারেক জিয়া এ অঞ্চলের নাতি। এখানে স্বনামধন্য মানুষের অভাব নাই। বিভাগ হলে এ অঞ্চল আরো সমৃদ্ধ হবে। যা দেশের অগ্রগতিতে আরো বেশী অবদান রাখবে।
বিভাগের জন্য নোয়াখালীর মানুষ বহু কাল থেকে দাবী তুলে আসছে। কর্তৃপক্ষের এটা কানে না তোলা দু:খ জনক। আমি আসা করছি এ বিষয়ে কর্তৃপক্ষের খুব সীগ্র বোধদয় হবে।সিলেট বিভাগ হতে পারলে নোয়াখালী কেন নয়? আর নোয়াখালী যদি বিভাগ হয়েই যায় তাহলে সিলেট ও নোয়াখালীর মাঝখানে কুমিল্লাকেও বিভাগ করতে হয়।সেজন্য আমি চাই উভয় এলাকা বিভাগ হোক। ড. ইউনুস নোয়ালী ও কুমিল্লাকে বিভাগ করে দিলে উভয় অঞ্চলের মানুষ তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


