
জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট হবে কিনা এ বিষয়ে মতভেদ দেখা গিয়েছে। এ বিষয়টি সুরাহা করার জন্য জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট হবে কিনা এ বিষয়ে একটা গণভোট হওয়া অতীব জরুরী। উক্ত গণভোটে ‘না’ জয়যুক্ত হলে জাতীয় নির্বাচনের পূর্বে আর কোন গণভোটের আয়োজন হবে না। কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে সকল অমিমাংসীত বিষয়ে একই দিনে গণভোট হবে।অমিমাংসীত বিষয় সমূহ হলো- ১। জুলাই সনদ সমর্থন করেন কিনা ২। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানিয় সরকার নির্বাচন হবে কিনা ৩। জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে কিনা ৪। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের সহযোগী দল সমূহ অংশগ্রহণ করবে কিনা। উক্ত চারটি বিষয়ে জনগণ যে রায় দিবে সরকার সে রায় বাস্তবায়ন করবে। জাতীয় বিষয়ে কোন কোন দলের আব্দার মানা সরকারের দায়িত্ব নয়।
আওয়ামী লীগের সাথে ভারতের পর রাশিয়াও যুক্ত হয়েছে। জাতীয় বিষয়ে কোন কোন দলের আব্দার মানা হলে দেশ যদি আন্তর্জাতিক চাপে পড়ে তবে সে চাপ সামলিয়ে উঠে দাঁড়ানোর শক্তি আমাদের দেশের নাই।আমরা স্বল্প শক্তির দেশ। আমাদের অর্থনীতি দূর্বল। সেজন্য আন্তর্জাতিক মতকে সমিহ করে আমাদের চলতে হয়। অনেকেই দেশ ছেড়ে বিদেশে বসে চ্যাটাং চ্যাটাং কথা বলে। এদিকে ঘর যায়, বাড়ি যায়, পিঠের চামড়া যায়, জীবন যায় যারা দেশে থাকে তাদের। আপা বলেছেন, ২০০১ সালের অপরাধ তিনি ক্ষমা করলেও ২০২৪ এর অপরাধ তিনি ক্ষমা করবেন না। ২০২৪ এ তাঁর দলের যে অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে এটা সত্য। সুতরাং জাতীয় বিষয়ে না হয় জনগণই সিদ্ধান্ত প্রদান করুক।
জনাব তারেক রহমান মনোনয়ন না দিলে বাসে আগুন দিয়ে ড্রাইভার হত্যা করা হবে কেন? এরা যেই দলের লোক তাদের আব্দার রক্ষা করার জনগণের কি দায় আছে? এদের চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের বিস্তর অভিযোগ। এদের উপর জনগণ ক্ষেপে গিয়ে তারা যদি আওয়ামী লীগকে স্পেস দেয় তখন কি হবে? আওয়ামী লীগের লগি-বৈঠা প্রস্তুত। তারপর একটা অঘটন ঘটলে কার কার পিঠের চামড়া থাকে বলা মুশকিল। যারা বিদেশে থাকে তাদের তো কোন সমস্যা নাই। যারা দেশে থাকে চিন্তা হলো তাদের।সুতরাং দলীয় আব্দার বাদ। সব কিছু গণভোটেই সমাধান হোক। জনগণ চাইলে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরাও নির্বাচনে থাকুক। তারপর জনগণ না চাইলে তারা ক্ষমতায় ফিরবে না। গ্রহণযোগ্য নির্বাচনে জনগণ যাদেরকে চাইবে দেশের দায়িত্ব তাদের নিকট থাকবে। তাহলে অন্তত আন্তর্জাতিক মহলে দেশের প্রতি বিরূপ প্রতিক্রিয়া থাকবে না। সবার সাথে মিলেমিশেই আমাদেরকে আমাদের উন্নয়ন চিন্তা করতে হবে। কোন দলের দলীয় আব্দার রাখতে গিয়ে জাতিগতভাবে পিছিয়ে পড়া আমাদের জন্য বুদ্ধির কাজ নয়।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




