
একটি নিরপেক্ষ সংস্থার জরিপ অনুযায়ী এখন বিএনপির ভোট ১৯% (প্রায়), জামায়াতের ভোট ১৬% (প্রায়), আওয়ামী লীগের ভোট ৯% (প্রায়), এনসিপির ভোট ৩% (প্রায়) সিদ্ধান্তহীন ভোট ৩০% (প্রায়), ভোট দিতে অক্ষম, ভোট দেয় না এবং অন্যান্য দল ২৩% (প্রায়)। পরিবার তন্ত্র ও রাজাকারতন্ত্রের কারণে সিদ্ধান্তহীন ৩০% ভোট যদি পরিবর্তনের প্রত্যাশার কারণে এনসিপি নিজেদের দিকে টানতে পারে তাহলে তারা জয়ী হতে পারবে। তবে সিদ্ধান্তহীন ভোটে যদি উল্যেখ যোগ্য সংখ্যক ইসলাম পন্থী ভোট থাকে তবে এনসিপিকে এনআইপি নামে আরেকটা দল গঠন করে সেই দলের সাথে জোট করে নির্বাচন করতে হবে।
সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে একশত জন থাকলে এক হাজার কাফিরের উপর জয়ী হবে।কারণ তারা বোধশক্তিহীন সম্প্রদায়।
৬৬। আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করলেন।তিনিতো অবগত আছেন যে তোমাদের মধ্যে দূর্বলতা আছে।সুতরাং তোমাদের মধ্যে একশত জন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজন উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে এক হাজার থাকলে আল্লাহর অনুমতিক্রমে তারা দুই হাজারের উপর বিজয়ী হবে।আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।
* মোট ভোটারের এক তৃতীয়াংশ এনআইপির সদস্য হলে এনআইপি ভোট যুদ্ধে জয়ী হবে। তার আগে এনআইপি এনসিপির সাথে জোটে থেকে ইসলামের বদলে ইনসাফ প্রতিষ্ঠিত করবে।ইসলাম প্রতিষ্ঠিত করতে তারা কোন আইনে দেশ চালাবে তার জন্য তারা একটি ল’বুক বা আইনের বই তৈরী করবে।এনআইপির আইন যাদের পছন্দ হবে তারা এনআইপির সদস্য হবে। এনআইপির ল’বুক বা আইনের বই তৈরী করতে একটি ইসলামী আইন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত করতে হবে। আমি এ কেন্দ্রের সমম্বয়ক হতে চাই। আমার কাজ হবে ইলামী স্কলারগণের সেমিনার আয়োজন করে তাঁদের মতামতের ভিত্তিতে ইসলামী আইন প্রণয়ন ও প্রকাশ করা। এতে কারো আপত্তি থাকলে সেমিনার ডেকে সে আপত্তিরও মিমাংসা করা হবে। এভাবে গ্রহণযোগ্য ইসলামী ল’বুক তৈরী করে সেই আইনে দেশ পরিচালনার জন্য এনআইপি তাদের দলের সমর্থক সদস্য সংগ্রহ করবে। যাদের মাসিক অনুদানে এনআইপি ও এর গবেষণাকেন্দ্র পরিচালিত হবে।
আগামী নির্বাচনে এনসিপি ও এনআইপি জোটের ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভোট প্রার্থন করলে তাদের পক্ষে ভোটারের সাড়া মিলার সম্ভাবনা আছে। এ নির্বাচনে তারা কিছু আসন পেলেও পাঁচ বছর কাজের পর তাদের ভোট অনেক বাড়তে পারে। তাতে নাহিদ ইসলামের কথা অনুযায়ী দলটি দশ বছরে ক্ষমতায় গেলেও যেতে পারে।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


