
মহাকাব্যের হে ছন্দ রিদ্ধী রহমান
অগনন তারকার দোলনায় দোলে
একটি চাঁদের হাসি চাঁপাদের দলে
শুধুই তুমি হে তৃষা- নিবারণ জল।
কতশত উপমায় করি অনুমান
অনিবার চেয়ে থাকি এ পদ্ম কমলে
কল্পণার অবারিত মুগ্ধতার ছলে
একটি হীরক খন্ড জৌলুশে উজ্জ্বল।
হে চঞ্চলা হে চঞ্চলা মর্তের অপ্সরা
কত কথা জান তুমি অনিবার মায়া
লুকিয়ে চোরের দল পেয়ে আত্মহারা
তোমার কথিকা স্নিগ্ধ সুশীতল ছায়া।
বিধাতার মোহনিয়া হে সৃষ্টি অনিন্দ
খানিক তোমার স্পর্শ নিরন্ত আনন্দ।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


