স্বপ্নগুলো শীতল হয়ে কঠিন বরফের মত জমতে থাকে ,
অথবা
স্বপ্নগুলো প্রখর রৌদ্রে বাষ্প হয়ে আকাশে বিলীন হয়ে যায় ।
চিন্তা গুলো থাকে এক কাপ চা হাতে অন্যমনস্কতায়,
অথবা
চিন্তাগুলো পুজি করে জলন্ত সিগারেটের ধুয়া আকাশে ছুড়ে ।
ভালোবাসা মানে ভালোলাগা মানুষের সব ভালোলাগা সংগ্রহ করা,
অথবা
ভালোবাসা তুমি ব্যাখ্যাহীন ব্যাখ্যা।
ভালোবাসায় অনুভূতির প্রকাশ করতে নেই
অথবা
ভালোবাসা
........................................faridshipon
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



