দিনতরী গোবাক্ষ নদী
বনরুঁই, ঘুমের চিতাবাঘ
পবনপ্রবাহে জলে বাঁধি মন
তারায় তারায় সিঁড়িঘর
মানচিত্র তোমার মুখ
সবুজ পাথারে বৃষ্টি, দিনরাত্রির সুখ
সারসডানায় অয়োময় দিন
পদচিহ্নহীন
তারপর খসে পড়ে দিগন্তের তারা
আজও তুমি শূন্যতায়
অন্তর্প্রস্রবণধারা
দিনান্তের মেঘ অথবা পাখিদের বোধ : সূর্যহরিণ
চশমায় সময়ের চোখ আর আয়নায় চোখের আলস্য
জানালার পাড়ে তুমি, আকাশবারান্দায় আমি নেই
তুমুল হাসনাহেনা, ঘ্রাণের শরীর, তবু মন কৃষ্ণকায়া
ছড়িয়ে দিলাম বিন্দু বিন্দু সোনা, কুড়িয়ে নিও। নেবে না?
এলোমেলো স্রোতাঞ্জলি : শব্দকবিতার কেটে গেলে ঘোর
ফিরে এসো প্রেমাশনি, পদ্মপ্রণয়ী
লুকোচুরি, কবিতায় ছায়ারঙ মেয়ে
সবকিছু ছাই হয়, মহাকাল বেঁচে থাকে, তোমার প্রতিমা।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




