আমার ছেলেমেয়ে তোকে বাবা ডাকে
তোর ছেলেমেয়ে আমাকে ডাকে মা
তোর আর আমার কঠিন সম্পর্ক
কেউ তা আজও বুঝলো না
তোর ছেলেমেয়ে আমাকে বাবা ডাকে
আমার ছেলেমেয়ে তোকে ডাকে মা
তোর আর আমার সম্পর্কের রহস্য
আজও কেউ বুঝলো না
তোকে কেউ বাবা ভাবে
কেউ ভাবে আমি তোর বউ
আসলে যে কোন্টা খাঁটি,
ভেদ বোঝে না কেউ
আমি তোকে প্রেম দিই বাবা হবো বলে
পাড়াপড়শি আড়চোখে তাকায় কৌতূহলে
এখান থেকে রিপোস্টেড
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১০ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




