এখনও তোমাদের মধ্যে খানিকটা বেঁচে আছি কী নাই
তা জানতেই মাঝে মাঝে বহুদূর চলে যাই।
যখন জানা হয়ে যায় এখনও অন্তত একবিন্দু বেঁচে আছি
অমনি রুদ্ধ নিশ্বাসে ছুটে আসি তোমাদের কাছাকাছি।
একদা অবশ্যই আর হবে না কখনও ফেরা ফেলে-যাওয়া পথে
যেদিন নিঃশেষে ফুরিয়ে যাবো তোমাদের সমগ্র অন্তর হতে।
২৬ অক্টোবর ২০০৮
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




