তাসের ছবির মতো কোনো এক রাজা
কুঠারে মারেন মশা সোজা এক কোপে,
আমড়া কাঠের এক কেদারায় বসে
গাছের কাঁঠাল দেখে পাক দেন গোঁফে।
জিলিপির প্যাঁচ দেখে চাপড়িয়ে মাথা
খাল কেটে পানি এনে যান গোসলেতে
কলুর বলদ কিনে টাকা বাকি রেখে
পটল তুলিতে যান অটলের ক্ষেতে।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১১ সকাল ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




