কীভাবে বিনে খরচে বইয়ের বিজ্ঞাপন দেবেন, তার চাইতেও গুরুত্বপূর্ণ হলো কীভাবে কম খরচে বই ছাপাবেন (আপনি ব্লগার গিয়াস উদ্দিন লিটন হলে এটা আপনার দরকার নাই। প্রকাশকগণই আপনাকে খুঁজে বের করে অগ্রিম টাকা দিয়ে আপনার বই বের করে দেবেন এবং পরের বইয়ের জন্য ডিমান্ড দিয়ে রাখবেন)। সেইজন্য, সবার আগে আপনি এই ঐতিহাসিক ও পরোপকারমূলক পোস্টটি পড়ে মুখস্থ করে ফেলুন- নীবন লেখকদের জন্য : কীভাবে বই বের করবেন
এবার আসুন বিজ্ঞাপন প্রসঙ্গে। এভাবে ধাপে ধাপে কাজগুলো করুন।
১। সবগুলো বইয়ের পিডিএফ কপি তৈরি করে ফেলুন।
২। মিডিয়া ফায়ারসহ বিভিন্ন জায়গায় পিডিএফ কপিগুলো আপলোড করুন।
৩। আপলোডেড বইয়ের মিডিয়া ফায়ারের লিংক ফেইসবুক, ইমো, ভাইবার, ওয়াটসয়াপ, ব্লগসহ বিভিন্ন জায়গায় প্রতিদিন একটা/দুটো/তিনটা করে শেয়ার দিন। ফ্লাডেড করে ফেলুন।
৪। লিংকগুলো ফেইসবুক ইনবক্স, ই-মেইলে দেশ-বিদেশে অবস্থানরত বন্ধুবান্ধবদের কাছে পাঠান। মাঝে মাঝে মোবাইলে কল দিয়ে নিশ্চিত হোন লিংকগুলো পেয়ে বস্তু ডাউনলোড করে বইগুলো পড়ে তাঁরা নিজেরা ও বন্ধুবান্ধবেরাসহ কতখানি মজা পেয়েছেন।
আসল এবং মোক্ষম বিজ্ঞাপন এটি
একটা স্বল্পদৈর্ঘ্য ভিডিওচিত্র বানিয়ে ফেলুন। তা কীরকম হবে তা মুখে বলার চাইতে নীচের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন।
ভিডিওটি বানানোর পর প্রতিদিন ৩ ঘণ্টা পর পর ফেইসবুক, ইমোতে শেয়ার দিন। এতে হবে কী, যারা এর আগে এটা দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন, তারা এ অমূল্য ভিডিওটি দেখে অশেষ উপকৃত হবেন।
বৈচিত্র্য আনার জন্য অন্য একটা গান দিয়ে এরকম আরো একটা ভিডিও বানাতে পারেন।
অথবা নীচেরটার মতো সাধাসিধা একটা বানাতে পারেন।
শেষমেষ বিনোদনের জন্য তুমুল সম্ভাবনাময়ী সুকণ্ঠী গায়িকা লুইপার এই গানটি :
সাথে নীচেরটাও
এরপর এ নিয়ে সামহোয়্যারইন ব্লগে একটা পোস্ট দেবেন। হুবহু এ পোস্টের কথাগুলো লিংকসহ তাতে জুড়ে দেবেন। এ পোস্টের কোনো কপিরাইট নাই, যিনি যেভাবে যতবার খুশি এর কন্টেন্ট নকল করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য লিংকগুলো নীচে তুলে দিলাম।
খলিল মাহ্মুদের বেস্ট সেলার বইসমূহ
স্খলন, উপন্যাস, একুশে বইমেলা ২০০৩
অন্তরবাসিনী, উপন্যাস, একুশে বইমেলা ২০০৪
সুগন্ধি রুমাল, ছোটোগল্প, একুশে বইমেলা ২০০৪
খ্যাতির লাগিয়া, উপন্যাস, একুশে বইমেলা ২০০৪
অন্বেষা, কবিতা, একুশে বইমেলা ২০০৫
আই-ফ্রেন্ড, উপন্যাস, একুশে বইমেলা ২০০৬
নিঃসঙ্গ সময়ের সুখপাখি, কবিতা, একুশে বইমেলা ২০০৭
অসম্পর্কের ঋণ, কবিতা, একুশে বইমেলা ২০১৫
কালের চিহ্ন, ছোটোগল্প, একুশে বইমেলা ২০১৬
খলিল মাহ্মুদের যুগান্ত সৃষ্টিকারী ই-বুক সমূহ
ই-বুক আজগুবি ছড়া, ২৬ মার্চ ২০১৮
ই-বুক ক্ষণজন্মা অপাঙ্ক্তেয়রা, কবিতা, ০১ এপ্রিল ২০১৮
ই-বুক সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, কবিতা, ০১ এপ্রিল ২০১৮
ই-বুক অয়োময় সুপুরুষ, কবিতা, ০১ এপ্রিল ২০১৮
'ই-বুক সোনালি', কবিতা, ০৩ এপ্রিল ২০১৮ (সাদাকালো গ্রাফিক্স)
ই-বুক 'সোনালি', কবিতা, ০২ এপ্রিল ২০১৮ (রঙিন গ্রাফিক্স)
ই-বুক 'লৌকিক রহস্য; অথবা অলৌকিক', উপন্যাস, ০৩ এপ্রিল ২০১৮
ই-বুক 'তারকাজরিপ ব্লগীয় রঙ্গ', রম্যরচনা, ০৫ এপ্রিল ২০১৮
সুচিত্রা সেন, রম্যকবিতা, ০৬ এপ্রিল ২০১৮
খলিল মাহ্মুদ সম্পাদিত/প্রকাশিত সাড়াজাগানো সাহিত্যপত্রিকাসমূহ
সবুজ অঙ্গন সাহিত্য সংকলন, কবিতা ও ছোটগল্পের ২০টি অণুগ্রন্থ একত্রে , সম্পাদিত, একুশে বইমেলা ২০০৫
সবুজ অঙ্গন অণু-উপন্যাস সংকলন, ১২ জন নবীন লেখকের ১২টি অণুগ্রন্থ একত্রে, নভেলা/অণু-উপন্যাস/উপন্যাসিকা, একুশে বইমেলা ২০০৬; সম্পাদিত
সবুজ অঙ্গন আন্তর্জালিক কবিতাগুচ্ছ, ব্লগীয়/ফেইসবুকীয় কবিতা সংকলন, একুশে বইমেলা ২০০৯, সম্পাদিত
সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলন, একুশে বইমেলা ২০১০, সম্পাদিত
সবুজ অঙ্গন ১৫শ সংখ্যা, ২০১০, পান্থ বিহোস সম্পাদিত
সবুজ অঙ্গন ১৬শ সংখ্যা, ২০১১, পান্থ বিহোস সম্পাদিত
সবুজ অঙ্গন ১৭শ সংখ্যা, ২০১২, পান্থ বিহোস সম্পাদিত
সবুজ অঙ্গন ১৮শ সংখ্যা, ২০১৩, পান্থ বিহোস সম্পাদিত
উল্লেখ্য, উজ্জ্বল হোসাইন/ফারিহান মাহ্মুদ কেডা, তা জিজ্ঞাসা করিয়া প্লিজ লজ্জা পাইয়েন না। প্লিজ।
আপনাদের অনেক উপকার হবে, এটা মনে করেই এ পোস্টটা দেয়া হলো।
শেষমেষ যথারীতি উৎসর্গঃ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই ও ব্লগার সোহানী আপু।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২১ রাত ১০:১১