somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও মোর মাহুত বন্ধুরে || তোমরা গেলে কি আসিবেন ও মোর রাখাল বন্ধুরে || এক গান ছয় শিল্পীর কণ্ঠে এবং একটি বাংলাদেশী ভার্সন

২৬ শে জুন, ২০২০ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটি একটি বিখ্যাত গান, যার মূল শিল্পী ভূপেন হাজারিকা ও প্রতিমা পাণ্ডে বড়ুয়া। এ দুজন যুগল কণ্ঠে গেয়েছেন, আবার একক কণ্ঠেও গেয়েছেন। পরবর্তীতে অনেক বিখ্যাত শিল্পী এ গানটি গেয়েছেন। এর মধ্যে বাংলাদেশী শিল্পীদের মধ্যে ফেরদৌসী রহমান ও ফাতেমা তুজ জোহরা অন্যতম দুজন। সম্প্রতি ভারতের টপ র‍্যাংকিং শিল্পী জয়তী চক্রবর্তীও গানটি গেয়েছেন।

মূল শিল্পীদের পরে জয়তীর কণ্ঠে সবচাইতে বেশি ভালো লেগেছে, এরপর ফাতেমা তুজ জোহরার কণ্ঠে, যদিও ফাতেমা'র কণ্ঠে গানটি একটু চটুল হয়েছে বলে আমার মনে হয়েছে।

গানটি আসামের গোয়ালপাড়িয়ার লোকগীতি। এটি কবে কে রচনা ও সুর করেছিলেন, তা আজ আর জানার উপায় নেই। তবে, একেক শিল্পীর কণ্ঠে গাওয়া গানের কথায় বেশ তারতম্য লক্ষ করা যায়। নীচে দুটো ভার্সন দেয়া হয়েছে, আর উপরোল্লিখিত সব শিল্পীর গাওয়া গানই শেয়ার করা হলো।



এ গানটি সম্পর্কে জনৈক প্রত্যয় রাহা'র একটি প্রবন্ধের কিছু অংশ নীচে উল্লেখ করা হলো :

কটা গানের চলন যে একটা সভ্যতার ইতিহাস জানার চাবিকাঠি হতে পারে, সেটা কোনোদিন ভাবিনি।
‘হস্তির নড়ান হস্তির চড়ান
হস্তির গলায় দড়ি
ওরে সত্য করিয়া কনরে মাহুত কোনবা
দ্যাশে বাড়িরে।
ও তোমরা গিলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে
ও তোমরা গিলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে।’

গানটি প্রথম যাঁর কণ্ঠে শুনি তিনি ভারতের ক্ষণজন্মা মহান গুনী লোকগীতি শিল্পী শ্রদ্ধেয় প্রতিমা বড়ুয়া।


হাতির চলার ছন্দ আর এই গানের ছন্দে কি হুবুহু মিল। তাহলে কি হাতির চলার ছন্দেই এই গান বাঁধা হয়েছিল? তাহলে কি হাতির পিঠে বসেই এই ছন্দ অনুভব করে সেই ছন্দে গান তৈরি করার কথা ভাবা হয়েছিল?
---
বৃহত্তর উত্তরবাংলা ও নিম্ন অসমের লোকজীবনে ‘হাতি’ ছিল একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহন। অরণ্যের কাষ্ঠ আনয়ন, রাজা-জমিদার-দেওনিয়াদের শাসনকার্য পরিচালনায়, দেশীয় মহারাজাদের রাজকার্য পরিচালনা, শিকারযাত্রা, বিনোদন ইত্যাদি কাজকর্মে হাতি ছিল অত্যন্ত প্রয়োজনীয় উপাদান।
ফাঁস, খেদা ও আরো নানা ভাবে জংলি হিংস্র হাতিকে ধরা হত বন-বনাঞ্চল থেকে, কুনকী (প্রশিক্ষণপ্রাপ্ত হাতি), মাহুত, ফান্দি ও দফাদারদের সহায়তায়। এরপর শুরু হত নানা উপায়ে অশান্ত ভয়ানক জংলি হাতিকে পোষ মানিয়ে সামাজিক কর্মযজ্ঞে উপযোগী সহনশীল করে তোলার প্রচেষ্টা।

এইভাবে তৈরি হলো এক নতুন ধরনের লোকসংস্কৃতির ধারা ‘হাতি ধরার গান’ বা ‘হাতিগান’। গানের সাথে যুক্ত হলো বিভিন্ন ধরণের নৃত্যভঙ্গি। নাচের ধারা তো ছিলোই, তার সাথে চলতো নানা ধরণের লোকায়ত বাদ্যযন্ত্রের একটা যুগলবন্দী। এই ভাবেই শান্ত হত সেই হাতি। লোকায়ত রাজবংশী ভাষায় গান তৈরি হতো, জীবনযাপন, জীবনচর্যার ও সমকালীন সভ্যতার নানাবিধ রূপ ধরা পড়তো সেই গানে। কিন্তু মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ও সময়ের সাথে সাথে বিশ্বায়ন শিকড় বিচ্ছিন্নতা লোকায়ত ভাষাগুলির ওপর এক গভীর প্রভাব ফেলেছে। এই ভাবে লোকসংস্কৃতির অনেক ধারারই বর্তমানে অবলুপ্তি ঘটেছে, প্রতিপলেই ঘটছে।


---

বাংলাদেশের প্রেক্ষাপটে হাতির মতোই গরু পালন, গরুর হালচাষ, রাখালিয়া জীবনযাপন যেমন আমাদের জীবন-জীবিকার সাথে সম্পর্কিত, তেমনি আমাদের সাহিত্য-সংস্কৃতিতেও রাখালিয়া গান ওতোপোতভাবে জড়িত। আসামি গানটার একটা বাংলাদেশি ভার্সন তৈরি করেছি আমি, সুর হুবহু, তবে, কথাগুলোতে 'মাহুত'-এর জায়গায় রাখাল এবং 'হাতি'র জায়গায় 'গরু'কে প্রতিস্থাপন করাসহ সামান্য রদবদল করা হয়েছে। নীচে 'মাহুত বন্ধুরে' গানের দুটো ভার্সন, এবং ৩ নম্বর সিকোয়েলে আমার রাখালিয়া ভার্সন দেয়া হলো। সবার নীচে গানের লিংক দেয়া হয়েছে।

১। ভার্সন-১ - মাহুত বন্ধুরে

তোমরা গেইলে কি আসিবেন ও মোর মাহুত বন্ধুরে
হস্তিরে নড়ান হস্তিরে চরান হস্তির গলায় দড়ি
ওরে সত্যি করিয়া বলরে মাহুত কোন বা দেশে বাড়ি?
হস্তি নড়াও হস্তিরে চরাও হস্তিরে পায়ে বেড়ি
আমি সত্য করিয়া কইলাম নারী গৌড়ীপুরে বাড়ি।
তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
আরে হস্তি নড়ান হস্তিরে চরান হস্তির পায়ে বেড়ি
আরে সত্য কইরা কনরে মাহুত ঘরে কয়জন নারী রে?
হস্তি নড়ান হস্তিরে চরান হস্তির পায়ে বেড়ি
আমি সত্য করিয়া কইলাম কন্যা বিয়া নাহি করি রে।।

২। ভার্সন-২ - মাহুত বন্ধুরে (এটা ফেরদৌসী রহমানের ভার্সন)

তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
আরে, হস্তি নড়ান, হস্তিরে চরান, টাকুয়া বাঁশের আড়া,
ওরে কি সাপে দংশিলেক বন্ধুয়াক বন্ধুয়া,
আহইন মোর পোড়া রে,
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

ওঝায় ঝাড়ে, বাইদ্যে ঝাড়ে,
ঢেঁকিয়ার আদাল দিয়া,
ওরে মুই নারীটা ঝাড়ুম বন্ধুয়ার দেশ্যে,
আদাল দিয়া রে,
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

হস্তি নড়ান, হস্তিরে চরান, হস্তির গলায় দড়ি
ওরে, সত্যি করিয়া কনরে মাহুত, কোন বা দেশে বাড়ি?
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

হস্তি নড়ান, হস্তিরে চরান, হস্তির গলায় দড়ি
ওরে, সত্য কইরা কনরে মাহুত, ঘরে কয়জন নারী রে?
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে???

৩। বাংলাদেশী ভার্সন - ও মোর রাখাল বন্ধুরে - খলিল মাহমুদ

গরুরে চরাও
গরুরে খাওয়াও
গরুর গলায় দড়ি
আরে ওরে সত্য কইরা কওরে রাখাল
কোনবা গ্রামে তোমার বাড়ি রে
আরে আবার কি আসিবে
ও মোর রাখাল বন্ধু রে
তুমি আবার কি আসিবে ও মোর রাখাল বন্ধু রে

গরুরে চরাই গরুরে খাওয়াই
গরুর গলায় দড়ি
আরে ওরে সত্য কইরা কইলাম কন্যা আমার
আইড়াল গ্রামে বাড়ি রে
আমি গেলে কি মনে রাখিবে সোনার কন্যা গো

গরুরে চরাও গরুরে খাওয়াও
গরুর গলায় দড়ি
আরে ওরে সত্য কইরা কওরে রাখাল ঘরে
কয়জনা নারী রে
আরে আবার কি আসিবে ও মোর রাখাল বন্ধু রে
তুমি আবার কি আসিবে ও মোর রাখাল বন্ধু রে

গরুরে চরাই গরুরে খাওয়াই গরুর গলায় দড়ি
আরে ওরে সত্য কইরা কইলাম কন্যা বিয়া নাহি করছি রে
আমি গেলে কি মনে রাখিবে সোনার কন্যা রে

১১ সেপ্টেম্বর ২০১৫


গানের লিংক

১। জয়তী চক্রবর্তী

২। ফাতেমা তুজ জোহরা

৩। লোপামুদ্রা মিত্র

৪। ফেরদৌসী রহমান

৫। ভূপেন হাজারিকা

৬। প্রতিমা পাণ্ডে বড়ুয়া

৭। ভূপেন হাজারিকা ও প্রতিমা পাণ্ডে বড়ুয়া


বাংলাদেশী ভার্সন - ও মোর রাখাল বন্ধুরে

১। ভার্সন-১



২। ভার্সন-২ (লিরিক্যাল)


বোনাস

Extraction মুভিতে বাংলা গান !!!




ভিডিও'র গানে ব্যবহৃত ছবি : ইন্টারনেট ও আইএমডিবি (ইন্টারনেট মুভি ডাটা বেইজ)


সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২০ সকাল ১০:০২
৩৭টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প

লিখেছেন ঢাকার লোক, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৫

মাত্র মাস দুই আগে আমার এক আত্মীয়ের সাথে দেখা আমার এক বোনের বাড়ি। তার স্ত্রী মারা গেছেন তার সপ্তাহ দুই আগে। মক্কায় উমরাহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে... ...বাকিটুকু পড়ুন

অভিমান

লিখেছেন জিনাত নাজিয়া, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১২

" অভিমান "

তোমার ঠোঁটে বোল শিখেছি
তুমি আমার মা, কেমন করে
ভুলছ আমায় বলতে
পারিনা। এমন করে চলে
গেলে, ফিরে ও এলেনা। হয়তো
তোমার সুখেই কাটছে দিন,
আমায় ভাবছ না।

আমি এখন সাগর... ...বাকিটুকু পড়ুন

আমার কিছু ভুল!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮

১। ফ্লাস্কে চা থাকে। চা খেতে টেবিলে চলে গেলাম। কাপে দুধ-চিনি নিয়ে পাশে থাকা ফ্লাস্ক না নিয়ে জগ নিয়ে পানি ঢেলে দিলাম। ভাবছিলাম এখন কি করতে হবে? হুঁশ ফিরে এল।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের লোকসংস্কৃতিঃ ব্যাঙের বিয়েতে নামবে বৃষ্টি ...

লিখেছেন অপু তানভীর, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:০০



অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম। গল্পটা ছিল অনেক এই রকম যে চারিদিকে প্রচন্ড গরম। বৃষ্টির নাম নিশানা নেই। ফসলের মাঠ পানি নেই খাল বিল শুকিয়ে যাচ্ছে। এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি ভাবনা ও একটা সত্য ঘটনা

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৭


আমার জীবনের একাংশ জুড়ে আছে; আমি চলচ্চিত্রাভিনেতা। বাংলাদেশেই প্রায় ৩০০-র মত ছবিতে অভিনয় করেছি। আমি খুব বেছে বেছে ভাল গল্পের ভাল ছবিতে কাজ করার চেষ্টা করতাম। বাংলাদেশের প্রায়... ...বাকিটুকু পড়ুন

×