আগের বচনগুলোর লিংক :
১। অম্লতিক্ত অপ্রিয় সত্যাবলি
২। অম্লবচন-১
৩। অম্লবচন-২
৪। অম্লবচন-৩
৫। রম্যমধুর অম্লবচন
১
এক সেঞ্চুরিয়ান ধর্ষকের পক্ষে এক নারী গদ গদ ভাষায় আদালতে সাক্ষ্য দিচ্ছেন, 'মাননীয় আদালত, আসামী একজন অতিমানবিক, নিরপরাধ ব্যক্তি।'
'কিন্তু তিনি তো নিজে স্বীকার করছেন, তিনি ১০০টা মেয়েকে ধর্ষণ করেছেন,' আদালত তাকে জানান।
‘তবুও তিনি মানবিক’, সাক্ষী বলতে থাকেন, ‘কারণ, তিনি তো আমাকে ধর্ষণ করেন নি, বরং তার সঙ্গম আমাকে স্মরণীয় অরগাজ্ম দিয়েছে।’
২
যখন দেখবেন, একজন নির্যাতকের মুক্তির জন্য সকল মানুষ কাঁদছে, আপনাকে তখন বুঝতে হবে, আপনি সত্যিই এক অরাজক রাজ্যে ঢুকে পড়েছেন, যেখানে সবাই নির্যাতক। সে-দেশে নির্যাতকের নাম হয়ে যায় মহামানব। আপনার উচিত, তৎক্ষণাৎ সে-দেশ ছেড়ে পালানো, নইলে অচিরেই আপনিও নির্যাতনকারী বনে যাবেন।
৩
আপনি কি এমন কোনো দেশ বা স্থানের কথা জানেন, যেখানে একজন নিকৃষ্ট ও কুৎসিতমনা মানুষকেও 'মহামানব' আখ্যায়িত করা হয়?
৪
আমরা এমন একটা দেশের দিকে ধাবিত হচ্ছি, যে-দেশে আইনের টাইটেলে লেখা থাকবে : ক্ষমতাবানরা এ আইনের আওতামুক্ত।
৫
আইন সবার জন্য সমান নয় - এ কথাটা মনে রাখলেই আপনার মনে আর কোনো অশান্তি থাকবে না। আরো মনে রাখবেন - Rules for the fools.
৬
যে চলে যায়, সে আসলে সবখানিই রেখে যায়। তার দেয়া সুখটাও দুঃখ হয়ে ঝরে।
৭
আজকের প্রতিটি কাজই আগামীকালের স্মৃতি।
৮
খিদের সময় যে-খাবারটি খাই, সেটিই সবচাইতে স্বাদের খাবার।
৯
আজ সারাদিনে কতটি মিথ্যা কথা বলেছেন? কাউকে বলতে হবে না এ সংখ্যাটি। শুধু অনুরোধ করবো – মিথ্যা বলা ভালো না; মিথ্যা বলার অভ্যাস আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে, সাহসকেও কমিয়ে দেয়, আপনার নৈতিক অবক্ষয় ঘটতে থাকে মিথ্যা বলা থেকেই।
১০
তুমি যত অমানবিকই হউ না কেন, প্রার্থনা করি – বেঁচে থাকো, যেন মানবতার বোধোদয় নিয়ে একদিন মানুষের সারিতে দাঁড়াতে পারো।
১৮ জুন ২০২১
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২১ রাত ৯:৩৮