আয়রে ফিরে আয় পাখি আয়রে ফিরে আয় রে তুই যদি না থাকিস আমার বেঁচে থাকা দায় আয়রে ফিরে আয় পাখি আয়রে ফিরে আয় রে
জানি না কী আঘাত পেয়ে কোন পাষাণের দোষে কিছুই আমায় না বলে তুই চলে গেলি কোন দেশে কোন দেশে আয়রে ফিরে আয় পাখি আয়রে ফিরে আয় রে তুই না ফিরলে এই জীবন কি একা বওয়া যায় তুই না ফিরলে এই জীবন কি একা বাওয়া যায় আয়রে ফিরে আয় পাখি আয়রে ফিরে আয় রে
কোন হালতে কেমন আছিস জানতে শুধু চাই কষ্টে আমার বুক ভেঙে যায় হয়তবা তুই ভালো নাই ভালো নাই কষ্টে আমার বুক ভেঙে যায় হয়ত একটুও তুই ভালো নাই ভালো নাই আয়রে ফিরে আয় পাখি আয়রে ফিরে আয় রে তোকে ছাড়া এই জীবন কি বয়ে নেওয়া যায়? আয়রে ফিরে আয় পাখি আয়রে ফিরে আয় রে
জানি না তুই কোথায় আছিস কোন বা পিঞ্জিরায় তুই না ফিরলে কার জন্য আর বেঁচে থাকবো এই ধরায় এই ধরায় আয়রে ফিরে আয় পাখি আয়রে ফিরে আয় রে তুই না ফিরলে কার জন্য আর বেঁচে থাকবো হায় আয়রে ফিরে আয় পাখি আয়রে ফিরে আয় রে
রাসূল (সাঃ) বলেছেন, "তোমরা জানাযা করে দ্রুত লাশ দাফন কর।" বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় এ কাজটি করা হয়নি বলে বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে।
এসএসসি পাস করে তখন একাদশ শ্রেণিতে উঠেছি। সেই সময়ে, এখন গাজায় যেমন ইসরাইল গণহত্যা চালাচ্ছে, তখন বসনিয়া নামে ইউরোপের ছোট একটা দেশে এরকম এক গণহত্যা চলছিল। গাজার গণহত্যার সাথে... ...বাকিটুকু পড়ুন
হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না), হয়ে গেল “হাঁসজারু” কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে—“বাহবা কি ফুর্তি! অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি।” টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা— পোকা ছেড়ে শেষে কিগো খাবে... ...বাকিটুকু পড়ুন
আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার নানীর বোন মারা যান। নানীর বোন তখন নানাবাড়ি বেড়াতে এসেছিলেন। সেইবারই আমি প্রথম কোনো মৃতদেহ সরাসরি দেখেছিলাম। রাতের বেলা যখন লাশ নিয়ে গ্রামের... ...বাকিটুকু পড়ুন