জটিল ভাই তার এই পোস্টে আমার ১১ নম্বর কমেন্টের জবাবে বলেছিলেন, একটা গান লিখতে চাই যদি গাইতে রাজি হোন
আমি আসলে শিল্পী না, আমি কবি, আমি গীতিকার, সুরকার, আর সর্বোপরি আমি প্রেমিক
ব্যস্ত থাকায় জটিল ভাইয়ের গানটা তৈরি করতে একটু দেরি হলো। আচ্ছা, আমি আবার বলে নিই, আমি কণ্ঠশিল্পী না, আমি সুরকার ও গীতিকার। সুর তৈরি করে ওটাকে ধরে রাখার জন্য শুধু গেয়ে থাকি। কখনো বা শুধু শিস্ দিয়েই সুরটা ধরে রাখি।
এটা একটা দেশের গান। ভবিষ্যতের তিক্ততা এড়ানোর জন্য প্রিয় জটিল ভাইকে এখনই বলে নিই, এ গানের গীতিকার জটিল ভাই। গানটার কপিরাইট আমার। এটা সর্বত্র শেয়ার করা যাবে প্রচার ও প্রসারের জন্য
গানের কথা
ও আমার বাংলাদেশ প্রিয় বাংলাদেশ,
জন্মভূমি মা আমার সোনার বাংলাদেশ।
ও আমার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ,
মাতৃভূমি মা আমার, ও প্রিয় স্বদেশ।
তোমার মাঠ, তোমার ঘাট, তোমার পরিবেশ
জুড়ায় মন, জুড়ায় প্রাণ, মায়াবী আবেশ।
তোমার ফুল, শোভা আকুল, কাটায় দুঃখ রেশ,
তোমার পাখিরা, সুরে সুরে গেয়ে ক্লান্তি করে শেষ।
মাগো তোমার ভালবাসায় আশা অনিমেষ,
মন চায় সুখে, তোমার বুকেই, হই গো নিরুদ্দেশ।
ও আমার বাংলাদেশ প্রিয় বাংলাদেশ,
জন্মভূমি মা আমার সোনার বাংলাদেশ।
ও আমার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ,
মাতৃভূমি মা আমার, ও প্রিয় স্বদেশ।
তোমার পাহাড়, নদ-নদী-বিল তোমার সবুজ বেশ,
তোমার নামেই গান গেয়ে আমি ধন্য হই অশেষ।
তাঁতী জেলে মাঝি শ্রমিক কৃষকে নেইকো হিংসাদ্বেষ,
হাতে হাত রেখে কাজ করি, গড়ি শান্তির পরিবেশ
চাই এমনি করে এ জীবনটারে, তোমায় করি পেশ,
চাই তোমার জন্য ধন্য জীবন, তোমাতেই হোক শেষ।
ও আমার বাংলাদেশ প্রিয় বাংলাদেশ,
জন্মভূমি মা আমার সোনার বাংলাদেশ।
ও আমার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ,
মাতৃভূমি মা আমার, ও প্রিয় স্বদেশ।
কথা : ব্লগার জটিল ভাই
সুর : খলিল মাহ্মুদ
গানের ইউটিউব লিংক : ও আমার বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ
উৎসর্গ : বাংলাদেশ
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


