জটিল ভাই সম্প্রতি তার এই পোস্টেবলেছেন, তিনি একটা গান লিখতে চান, যদি আমি গাইতে রাজি হই




আমি আসলে শিল্পী না, আমি কবি, আমি গীতিকার, সুরকার, আর সর্বোপরি আমি প্রেমিক

এটা একটা দেশের গান হিসাবে লিরিক লিখতে হবে। তবে, শর্ত থাকে যে, লিরিক চূড়ান্ত হলে গানের কপিরাইট থাকবে আমার। অর্থাৎ, গানের মালিক আমি (তার মানে এই না যে, গীতিকার হিসাবে আমার নাম লেখা থাকবে, গীতিকার হিসাবে রিয়াদ ভাইয়ের নামই থাকবে

তো, জটিল ভাই, সুরের লিংক নীচে দিলাম। ক্রেডিট নিয়া নিই, এই সুরটা তৈরি করতে ৫ মিনিটের মতো সময় লেগেছে। কিছু কিছু সুর নিজের অজান্তেই কণ্ঠে বা শিসে বেজে ওঠে, হঠাৎ খেয়াল করি, আরে, এটা তো নতুন সুর

গানের কথা খুব সহজ ও সহজবোধ্য হতে হবে।
ছন্দ - আমার এই গানের ছন্দেএই গানটার লিরিকের ছন্দে লিখতে হবে।
জটিল ভাইয়ের জন্য সুর - ও আমার বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ
উৎসর্গ : যে মনে করে আমার গান তার উদ্দেশে লেখা
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৩