যেমন তুমি ভুলে যেতে ভালোবাসো,
আমিও তেমনি হারিয়ে যেতে ভালোবাসি।
যেমন করে সারাটা দিন কাউকে না ভেবে কাটিয়ে দিতে পারো
তেমনি আমিও গভীর অরণ্যে ডুবে যেতে পারি।
তুমি এক স্বচ্ছন্দ পাখি, কতদূর উড়ে যাও অজস্র সঙ্গীর সাথে
দু চোখে বিস্তৃত আকাশ, অনাবিল ঢেউ
পেছনে কেউ ছিল, ভুলে যাও অনায়াসে
একফোঁটা বৃষ্টিও ঝরবে না, একটা পাতাও কাঁদবে না
ফেলে যাওয়া পায়ের ছাপগুলো দুঃখে হিম হবে না
তুমিও যেমন ছিলে তেমনি হেসেখেলে, গানে গানে
মাতাল করবে রাত, সবান্ধব আড্ডায়
দূরতম পাহাড় ভেঙে আকাশরেখায় তুমি
কারো কোনো ক্ষতি নেই, কারো এককণা কষ্ট হবে না
আমি যদি হারিয়ে যাই
জানি না, কী তোমার হাসিতে ছিল, কী তোমার প্রেমে
কী তুমি দিয়েছিলে তোমার অজান্তে, জানি না
জানি না, তোমাকে ছেড়ে যেতে বুকের তন্তুগুলোয় কেন
এত টাটানো ব্যথা। যেহেতু তুমি ভুলে থাকতে ভালোবাসো
আমিও তেমনি হারিয়ে যেতে ভালোবাসি
আমাকে কেউ খুঁজবে না, জানি।
তবু অযথাই বলে যাই, হঠাৎ ভুল করে মনে পড়লে বুঝে নিও
সুনিশ্চিত, আমি হারিয়ে গেছি।
৬ এপ্রিল ২০১৫
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




