তোমার সেরা গল্পটি
সেরা কবিতা, সেরা গ্রন্থটি
এমনকি তোমার সেরা লিরিকে গীত
সেরা গানটি
যখন পাঠক, শ্রোতা ও
সমালোচকদের প্রশংসায় উৎফুল্লে ভাসছে
তোমার কোনো কোনো ঘনিষ্ঠ বন্ধু
ওগুলো পড়বেন না, শুনবেনও না –
ভাবখানা এমন যে, ওগুলো তাদের
নজরেই পড়ে নি।
আর যদি গোপনে-সঙ্গোপনে পড়েনও
তারা কোনো মন্তব্য বা বিবৃতি দেবেন না
ওসব সৃজনশীল সুকীর্তির উপর।
কারণটা অবিদিত নয় – তোমার ক্রিয়েটিভিটির
উপর দু-চারটে ভালো কথা বলতে হয় –
এটাই হলো তাদের মূল ভয়; তোমাকে কিছু
প্রশংসা করে
পরোক্ষে তোমাকে তারা ‘সেরা’ মেনে নেন,
এ তারা চান না ঘূণাক্ষরেও।
এর নাম পরশ্রীকাতরতা; সহজ কথায় ঈর্ষা।
যখন দেখবে, তোমার সেরা কীর্তিগুলোতে
ঘনিষ্ঠ বন্ধুরা নিশ্চুপ বা উপস্থিত নন,
তুমি নিশ্চিত হয়ে যাও – তোমার কাজগুলো
সত্যিই উৎকর্ষ লাভ করেছে, আর পরশ্রীকাতর
বন্ধুদের বুকে তূষের আগুন ছড়িয়ে দিয়েছে।
একজন শিল্পী কদাচিৎ
অন্য শিল্পীর ভালো বন্ধু হয়ে থাকেন।
শিল্পের সবচাইতে বড়ো ট্র্যাজেডি হলো এটাই।
১১ জুন ২০২৩
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৩ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



