ইউটিউবে আজ একটা গান আপলোড করার পর দেখি ডানদিকে আমার গোটাকয়েক গান রিকমেন্ডেড আইটেম হিসাবে ভেসে আছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার - এমন না যে, খুবই হাই কোয়ালিটি গান হিসাবে ইউটিউব এগুলো আমাকে সাজেস্ট করেছে
গানের লিংক : ঘরে আমার মন বসে না
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
গত দুইদিনে যে-গানের মিউজিক রিকম্পোজ করলাম, সেটি হলো - এই তো আমি এসেছি কাছে। এ গানটিও একাধিকবার ব্লগে শেয়ার করা হয়েছে।
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আরেকটা গান শুনছিলাম, যেটা ইউটিউব সাজেস্ট করেছিল - তুমি চলে যেতে যেতে। এটাও ব্লগে শেয়ার করা হয়েছিল আগে।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


