কিছু কিছু গান আছে, যা আমাকে আজও কাঁদায়, আপনাকেও আজও আপ্লুত ও নস্টালজিক করে এবং নীরবে, কুরে কুরে হৃদয়কে ক্ষয় করে হারানো প্রেমের জন্য। 'জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো' তেমনি একটি গান। ছোটোবেলায়, সেই মাইকের যুগ থেকে শুরু করে আজও এ গানটি আমাদের সেই যুগের মানুষের কাছে সমান প্রিয়। হয়ত এ জেনারেশনেরও অনেক শ্রোতা এ গানটি ভালোবাসেন। গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এবং সতীনাথ মুখোপাধ্যায়ের সুর করা ও গাওয়া এ গানটি আমি অনেক গেয়েছি - কখনো একলা দুপুরে, নিজ্ঝুম নিরালায়, নীচু স্বরে, ধীর লয়ে টেনে টেনে, আবার কখনো রাতের নির্জনতায় একাকী হাঁটতে হাঁটতে উচ্চলয়ে; গাইতে গাইতে গলা ধরে এসেছে, চোখ ভিজে গেছে, হৃদয় হয়েছে শতচ্ছিন্ন। গানটি গেয়ে শেয়ার করলাম শেষমেষ। তবে, নিজেই বুঝতে পেরেছি, কণ্ঠে তারুণ্যের সেই আবেগ অনেকখানিই শুকিয়ে গেছে।
জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
সমাধি পরে মোর জ্বেলে দিও।
এখনো কাছে আছি তাই তো বোঝো না
আমি যে তোমার কত প্রিয়।।
হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম
বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম
আমি যে অসহায় আমার এ অপরাধ
পার তো ক্ষমা করে নিও।।
যেদিন চিরতরে হারায়ে যাব আমি
ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি।
সেদিন ডাক যদি এ নাম ধরে হায়
রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়
তবুও আমায় পাবে না খুঁজে আর
বিরহে হব জানি বরণীয়।
জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
সমাধি পরে মোর জ্বেলে দিও।
কথা : গৌরী প্রসন্ন মজুমদার
সুর ও মূল শিল্পী : সতীনাথ মুখোপাধ্যায়
মিউজিক কম্পোজিশন ও কভার কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের লিংক : জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো - কভার - খলিল মাহ্মুদ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে : জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



