যারা অন্যায়কে অন্যায় বললো না
যারা মিথ্যাকে মিথ্যা বললো না, বরঞ্চ সত্য বলে প্রচারে শামিল হলো
যারা নূর হোসেন, আবু সাঈদ, মুগ্ধ'দের আত্মদানকে
তুচ্ছ-তাচ্ছিল্য করে হেসে উড়িয়ে দিল
যারা স্বৈরাচারের হাতে হাত মিলিয়ে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে
ঝাঁপিয়ে পড়ে রচনা করলো
বাংলার ইতিহাসে সবচাইতে ঘৃণিত ও কলঙ্কময় ইতিহাস
বাংলার মানুষ ঐসব হায়েনাদের চিনে ফেলেছে
৭১-এর গণহত্যা কীভাবে ফিরে আসে,
কীভাবে ম্লান হয়ে যায় নব্বই-স্বৈরাচারের দুর্বিষহ দৌরাত্ম্য
আমি বেঁচে থেকে তার জীবন্ত সাক্ষী হয়ে রইলাম
বন্ধু, তুমি যদি মানবিক হও, ন্যায় ও সত্যের পথে লড়ো-
আমার স্বাধীন বাংলাকে পুনর্বার স্বৈরাচার-মুক্ত করো।
দিনে দিনে ফুঁসছিল দেশ, বুকে তার প্রচণ্ড অগ্নিলাভা
দিকে দিকে বিস্ফোরণ, মুক্তিকামী মানুষের তীব্র গর্জন
কী দারুণ সময় বিক্ষোভের, বিদ্রোহের, ন্যায়-প্রতিষ্ঠার যুদ্ধের
কেঁপে ওঠে স্বৈরাচারের সন্ত্রস্ত স্বর
বন্ধু, তুমি যদি সত্যিকারেই মানুষ হও, আমার মানবিক বন্ধু যদি হও
তবে তুমি ন্যায় ও সত্যের পথে লড়ো -
বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাকে স্বৈরাচার-মুক্তো করো।
৩১ জুলাই ২০২৪
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩০