
ব্লগার ঢাকার লোক কবিতাপোস্টে কমেন্ট করেন : একি গান না কবিতা ? সে যাই হোক, বেশ হয়েছে, সুন্দর, মিষ্টি !! তার এ কমেন্ট থেকে কবিতাটিকে গানে রূপান্তর করার ধারণা মাথায় আসে। এবং যথারীতি গানটা তৈরিও করে ফেলেছি।
রাগাশ্রয়ী ও ধীর লয়ের গান আমার অনেক পছন্দ। কবিতাটি যে-আবহে লিখেছিলাম, এবং এর বক্তব্য যে-রকম, তাতে এ কবিতাটির গানের সুর রাগাশ্রয়ী হওয়াই ডিমান্ড করে। সেভাবেই গানটি করা হয়েছে। গানটি আমার প্রিয় তালিকার প্রথম সারিতে চলে এসেছে। এটা একটা দীর্ঘ গান। আমি নিজেই অনেকবার শুনেছি।
কৃতজ্ঞতা রইল ব্লগার ঢাকার লোক-এর প্রতি। তিনি এমন একটা কমেন্ট না করলে এ কবিতাটিকে কখনো গানে রূপান্তর করার কথা আমার মাথায় আসতো কিনা, সে ব্যাপারে আমি খুবই সন্দিহান। ব্লগার শায়মা আপুর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি যেমন কবিতাটির প্রশংসা করেছেন, এটিকে গান করার ব্যাপারেও তার সহমত ছিল।
কবিতা : আজ তুমি কোথাও যাবে না (২০০৬)
কাব্য : নিঃসঙ্গ সময়ের সুখপাখি (একুশে বইমেলা ২০০৬)
সুরারোপ : ২৯ আগস্ট ২০২৫
কবিতা রচনা, সুরারোপ ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
আজ তুমি কোথাও যাবে না
আজ কোনো কাজকর্ম নয়
আজ শুধু আমার প্রতীক্ষায়
সারাদিন ঘরে বসে
একা একা কাটাবে সময়
আজ শুধু সুখ করবার দিন
আজ সারাদিন তুমি
ধ্যানমগ্নতায় হবে আমাতে বিলীন
নিরালা গৃহের মাঝে আজ
তুমি জীবনকে পাবে
বেদনার্ত অতীতের ভুলে গিয়ে সব
হৃ্দয় রাঙিয়ে আজ সুবাস ছড়াবে
আজ তুমি কোথাও যাবে না
আজ কোনো কাজকর্ম নয়
নীল-আসমানি শাড়ি পরে
আজ তুমি আমার প্রতীক্ষায়
সারাদিন ঘরে বসে
একা একা কাটাবে সময়
২০০৬
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন। আজ তুমি কোথাও যাবে না। সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



