আমাদের সময়টা তখন উদ্দাম তুফানের মতো। আমরা আড্ডা দিই, শহর ঘুরে বেড়াই। অমন সময়ে আমরা কয়েকজন ক্লাসমেট, যাদের নাম করিম, শাহনাজ, শাহজাহান, ইমরান, জাহিদ- হঠাৎ একটা প্ল্যান করি, আমরা একটা সাহিত্যপত্রিকা বের করবো।

এর মধ্যে ইমরান অলরেডি পুরোদমে লেখালেখি করছে, বড়ো বড়ো পত্রপত্রিকায় লেখা বের হয়, দুটো বই প্রকাশিত হয়েছে, আমারও একটা-দুটা বই বের হয়েছে, কাজেই ইমরান আর আমি লজ্জার সাথেই নিজেদেরকে লেখক হিসাবে মেনে নিয়েছি। ওদিকে করিম, শাহনাজ, জাহিদ হলো বইয়ের পোক, ভীষণ পড়ুয়া। লেখক হিসাবে ওদের স্বীকৃতি পেতে আমাদের চেষ্টার ত্রুটি নাই।
সিদ্ধান্ত হলো আমরা পত্রিকা বের করবো। খরচ বহন করবো আমরা ভাগাভাগি করে নিজেরাই। সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব আমার। পত্রিকার নাম সবুজ অঙ্গন - আমাদের গ্রামের ক্লাব 'সবুজ অঙ্গন'-এর নামানুসারে এই নাম।
পত্রিকায় 'লেখা আহবান' বিজ্ঞাপন দিই। সারাদেশের বিভিন্ন ভার্সিটি ও কলেজ হলে চিঠি পাঠাই লেখা আহবান করে। ঢাকা ও একুশে বইমেলায় আমরা দল বেঁধে লিফলেট বিতরণ করি ও লেখা সংগ্রহ করি।
ঝড়ের এই দিনগুলো শুরু হয় ২০০৩ সাল থেকে।
এর মধ্যে ইমরান একবার আমেরিকা প্রবাসী এক তুখোড় কবির নাম বললো। তখন মোবাইল এতটা ব্যাপক হারে ব্যবহার শুরু হয় নাই। কবির ইয়াহু মেইল পেলাম ইমরানের কাছ থেকে। মেইল ও ইয়াহু মেসেঞ্জারে কবির সাথে যোগাযোগও হলো। কবি দেশে এলেন। একদিন সেই কবিকে কল দিলাম টিঅ্যান্ডটি-তে। কবিতা চাইলাম পত্রিকার জন্য। তিনি কবিতা দিতে চাইলেন, তবে বললেন - আমাকে এক কাপ চা খাওয়াতে হবে
ব্যস, এই আইডিয়া থেকেই এ ছোট্ট কবিতাটা লিখে ফেলি। চা-টা খাওয়া-খাওয়ি ছিল ফান-টানের অংশ
কবি অবশ্য এই ব্লগের একজন ব্লগারও। তবে কালেভদ্রে তাকে ব্লগে দেখা যায়, হয়ত ৪-৫ বছরে একবার
এই হলো গল্প।
গত কিছুদিন ধরে আমার কবিতাকেই সুরারোপ করে গানে রূপান্তর করছি। রাগাশ্রিত, ধীর লয়ের গান আমার বেশি পছন্দ, আমি সুরও সেভাবেই তৈরি করি, তার জন্য আমার পছন্দ হলো বিরহের গান বা কবিতা, যাতে সিতার, পিয়ানো, বাঁশি, স্যাক্সোফোন, তবলা, ইত্যাদির সংমিশ্রনে একটা দুরের মূর্ছনা সৃষ্টি হয়।
কিন্তু আমার এ ছোট্ট কবিতাটা একটা রোমান্টিক কবিতা। সুরটাও রোমান্টিক এবং মিউজিকটা হাইলি রিদমিক। আশা করি আপনাদের ভালো লাগবে।
এটার দুটো ভার্সন করা হয়েছে, ছেলে-কণ্ঠ এবং মেয়ে-কণ্ঠ। একই লিরিক, তবে ছেলে-কণ্ঠে 'মেয়েরা কি এতই বোকা হয়'-এর জায়গায় মেয়ে-কণ্ঠে 'ছেলেরা কি এতই বোকা হয়'- এতটুকু মাত্র পার্থক্য আছে।
এ কবিতাটা ২০০৫ সালে প্রকাশিত আমার 'অন্বেষা' কাব্যের অন্তর্গত।
কবিতা : তুই চেপেছিস ভুল ট্রেনে (২০০৪)
কাব্য : অন্বেষা (একুশে বইমেলা ২০০৫)
কবিতায় সুরারোপ : ২৩ সেপ্টেম্বর ২০২৫
কবিতা রচনা, সুরারোপ ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সহেলিয়া / সোনারু
এক কাপ চা খাওয়ালে কবিতা দিবি,
নিয়েছিলাম মেনে
টি-স্টলে বসেছিলাম সারাটা দিন
তুই বললি, চেপেছি ভুল ট্রেনে।
মেয়েরা কি এতই বোকা হয়
কাকে দেবে মন ও শরীর,
জানে না তার সঠিক পরিচয়?
২০০৪
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - এক কাপ চা। সহেলিয়া
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
ভার্সন-২। প্লিজ এখানে ক্লিক করুন - ফেইসবুক লিংক। এক কাপ চা। সোনারু।
ভার্সন-২ ইউটিউবে প্রিমিয়ার হবে ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাত ৮টায়। লিংক। প্লিজ ক্লিক করুন। এক কাপ চা। সোনারু। ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাত ৮টার পর
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
বইয়ের ডাউনলোড লিংক।
অন্বেষা, একুশে বইমেলা ২০০৫, ইত্যাদি গ্রন্থ প্রকাশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



