অন্য আরেকটি পোস্টে অনলাইনে কাজ করার ব্যাপারে অনেক কথাবার্তা হচ্ছিলো। সেখান থেকে জানতে পারলাম, সকলেই অর্থহীন সময় পার করার চেয়ে কিছু করে উপার্জন করতে আগ্রহী। এটি খুব ভালো লাগলো। হয়তো আমার পরিচিত অনেককেই দেখি কাজকর্ম করার চেয়ে আড্ডায় মনযোগ বেশি, এই জন্য।
আমি বাংলাদেশে গ্রাফিক্সের কাজ করেছি অনেকদিন। পেমেন্ট পেতাম খুব কম (বিয়ে করা যাবে না ঐ বেতনে এটা শিওর )। তবে কোন শিক্ষাই বেকার যায় না। অনলাইনে ঘুরতে ঘুরতে একদিন ফ্রিল্যান্সিং নামে একটি বিষয় সম্পর্কে জানতে পারলাম। অনেক খোঁজাখুঁজি করে কয়েকটা সাইট পেলাম যেখানে বিদেশি লোকজন তাদের কাজকর্ম তৃতীয় বিশ্বের লোকদের দিয়ে করাতে চায়। এতে তাদের খরচ কম পড়ে। odesk.com এমনই একটি সাইট।
এই সাইটের ব্যাপারটা ভুয়া কি না তা জানতে অনলাইনে অনেক আর্টিকেল ইত্যাদি পড়েছি। অবশেষে কিছুটা কনভিন্সড হয়ে শুরু করলাম। যদি ভুয়া হয়, নাহয় আরো কয়েক ঘন্টা নষ্ট হবে। কিন্তু মন বলছিলো এটা ভুয়া না।
অক্টোবরের ১২ তারিখে এই সাইটটিতে রেজিস্ট্রেশন করি। এখানে রেজিস্ট্রেশন করার পর একটা পরীক্ষায় পাশ করতে হয় যাতে এই সাইটের বিভিন্ন বিষয় সম্পর্কে ৪০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকে। এই পরীক্ষা দেয়া পর্যন্ত কোন কাজে এপ্লাই করা যায় না।
এই পরীক্ষার সুবিধা হলো, যে প্রশ্নটি তারা করে তার উত্তর কোথায় পাওয়া যাবে তার একটি লিংক তারা দিয়ে দেয়। তারপরও আমি তিনবার ফেল করে তবে পাশ করেছি ।
http://www.onlinepenny.blogspot.com
আপনি আরেকটা লিংক দেখতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


