একটা ব্লগে আমাকে ব্যান করা এই লেখাটির কারনেঃ-
চিরকুট - ৪
নীলা/লিনা
মনটা আজ ভাল আমার, পুরানো অনেকেই (ব্লগার) ফিরে আসছে। তোমার মনও ভাল নিশ্চয়। একটা ব্যাপার লক্ষ্য করেছো, ইদানিং যারা খুবই ভাল লিখছে এবং যে লেখাগুলির ভাল-খারাপ দুই দিকই আছে(উদাঃ আমার যা চাই, মিট আপ ইত্যাদি)-এ ব্যাপারে ভাল ব্লগাররা মন্তব্য কলামে শুধু “হুমমমম” বলছেন কেনো?ওরা কি মধ্যপন্হী(আগেও নাই পিছেও নাই)?লেখাগুলি নিয়া ব্লগসঞ্চালকরাও কোনরুপ মন্তব্য করছে না কেন? যাকগে, এগুলো প্রস্ন না, প্রশ্ন হলো আজ তোমার কাছে, সাইকেল ও ব্লগসঞ্চালক(not only prothomalo-blog but also others) এর মধ্যো মিল(সাদৃশ্য) কি? আজ আর পার্থক্য জানতে চাইলাম না।
শুনো আজ একটা গল্প বলি---
পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, “ আমাদের ব্লগের জন্য এক জন ব্লগসঞ্চালক চাই” Disable হলে অগ্রাধিকার দেওয়া হইবে( মাথায় ব্রেন না থাকিলেও চলিবে”। তো এক লোক যার হাত নাই গিয়াছে interview দিতে--
কর্তৃপক্ষঃ- তা আপনার Disability কি?
সাক্ষাতপ্রার্থীঃ- আমার এক হাত নেই।
কর্তৃপক্ষঃ- না, আপনি আমাদের বিবেচনায় নেই।
সাক্ষাতপ্রার্থীঃ- কেন জানতে পারি? আমি এক হাত দিয়া সব করতে পারি।
কর্তৃপক্ষঃ- আপনার ব্রেন নাই এটা পরিষ্কার কিন্তু আমরা নিরুপায়।
সাক্ষাতপ্রার্থীঃ- প্লিজ যদি পরিষ্কার করিয়া বলিতেন।
কর্তৃপক্ষঃ- শুনেন, সঞ্চালকদের কাজ হইল শুধু দেখা, আর এক হাত দিয়া মাথা চুলকানো ও অন্য
হাত দিয়া পেট চুলকানো, অন্য কিছু না। আপনার যেহেতু এক হাত নেই, So, no
vacancy.
ফারুক, সিডনী, ২১/১২/০৮ইং
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




