(এক)
'ঠগের হাট ঠগের বাজার ঠগের পসার;
এবার না ধরিলে ঠগ ঠগবে বারেবারে।
দিনে ঠগে রাইতে ঠগে আর ঠগে কমে
অচেতন হইলে ঠগে আর ঠগে ঘুমে।
ঠগ ধরা পড়িয়াছে ভাই বন্ধুয়ার বাজারে
চল যাই দেখে আসি সে ঠগেনি ঠগিয়েছে আমারে।'
(দুই)
'নাইওর বন্ধুয়াও আমি কার বারা বানি
ঝারিয়া না পাইলাম খুদ পচাইয়া পরানি।
ঝারিতে ঝারিতে বারা সাধু ভাই তনু কইলাম সারা।
খুদ পাইবার আশ রইলাম না পাইলাম কুঁড়া।
ঝারিতে ঝারিতে আমার দিনতো গেল গইয়া
পেটে রইল পেটের জ্বালা কেমনে চলি পরান লইয়া।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




