দিনগুলি
বারুদ ও রক্ত মেখে দিনগুলি চলে যাচ্ছে দ্রুত।
দিগন- ছন্নছাড়া, রঙের ভিখিরি
কী আছে কী নেই বোঝার আগেই
রাত জেগে ওঠে
খরস্রোতে ভেসে যায় খড়কুটো যত
অস্ত্রের সামান্য দূরে নিঃসঙ্গ মানুষ
সুন্দর পুড়েছে বলে ছাই
আমাদের অসংযোগ শমীবৃক্ষ জানে
অপরাধে ভেসে যায় মন্দির, প্রাসাদ
অক্ষমতা বুঝেছিলে প্রজন্মের গাছ?
ডাক দিলে দেখি
পাতালেও লীন হয়ে যায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




