ফেইসবুকে কাভার ফটো আসার পর থেকে জনগনের মাঝে কয়েকটা বিশেষ ভংগিমায় ছবি তোলার হিরিক পরে গেছে। বিষয়টি নিয়ে গবেষণা করেছেন গবেষক ফয় সালস্তয়। তার গবেষণায় নিম্নোক্তো স্টাইলগলো বের হয়ে এসেছে, যেমন-
টাইটানিক স্টাইল = এই স্টাইলে দুই হাত প্রসারিত করে কাল্পনিক জ্যাক অথবা রোজের হাত ধরে থাকতে হবে।
বাদশাহী স্টাইল = জেনো আপনি জাহাপনা, আপনার সামনে উমরাওজান নৃত্য করিতেছেন আর আপনি শরাবের পেয়ালা হাতে আধশোয়া হয়ে জলসা উপভোগ করিতেছেন।
মুর্দা স্টাইল = এই স্টাইলে মারার মতো করে শটান শোয়ে পড়তে হবে।
জ্যোতির্বিঞ্জানী স্টাইল = এই স্টাইলে এমন ভাবে শোয়ে তাকতে হবে যেনো দেখলে মনে হয় আপনি আকাশের সব তারা গোনে ফেলেছেন আর মাত্র তেপ্পান্নটা বাকী। অবশ্যই পায়ের উপর পা তোলে দুই হাত মাথার পিছনে রাখতে হবে।
ব্যায়ামবীর স্টাইল = এক্ষেত্রে বুকডন দিয়ে ছবি তোলতে হবে।
জিমনাস্টিক স্টাইল = টানা বাঁশে, গোলপোস্টের বারে ঝুলে ছবি তুলতে হবে এরপর ছবিটাকে ফ্লিপ করে ফেলতে হবে যেনো পায়ের টেংরী থেকে পাথা পর্যন্ত আড়া আড়ি থাকে।
ঘাড় ত্যাড়া স্টাইল = ছবি দাড়িয়ে তোলতে হবে কিন্তু দিতে হবে ভার্টিকালী জেনো সবাইকে আপনার ছবি দেখতে হলে ঘ্ড়া ত্যাড়া করতে হয়।
সব কিছুর একটাই অর্থ, খোমা দেখানোর লাইগা এতোবড় যায়াগা দিসে জাকারভাই, খালি পইরা রইব নাকি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


