জিবনের মানে কি ?অনেক খুজেছি জিবনের মানে।শী্তের সকালে কুয়াশার চাদরে,বিকেলের পড়ন্ত সূর্যের মাঝে ,জোসনা রাতের একফালি চাদে,বৃষ্টির দিনে জানালায় মাথা রেখেও খুজেছি জিবনের মানে।আরও খুজেছি,বন্ধুদের আড্ডায়,সিগারেটের ধোয়ায়,মদের গ্লাসে,প্রেমিকার চোখের তারায় ।কিন্তু কোথাও যেন কিছুই পাইনি।পেয়েছি শুধু মরিচিকা..।.। কিন্তু আজ এই সুদূর প্রবাসে....এখানে আর জিবনের মানে খুজতে হই না,প্রত্যেকটা মুহূর্ত,প্রত্যেকটা সেকেন্ডে বুঝিয়ে দেয়-শিরায় শিরায়,রন্ধ্রে রন্ধ্রে, জিবনের মানে ,জীবন কাকে বলে ।।এই প্রবাস জিবনে প্রবেশ না করলে হইত জানতাম না জিবনের মানে........আর সেই না জানায় বুঝি ভাল ছিল
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




