২২১২০৪
তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল
এখন আর দেখিনা।
তোমাকে নিয়ে বাচাঁর ইচ্ছা ছিল
এখন সেই ইচ্ছেও নেই।
তোমাকে নিয়ে হারিয়ে যেতে ছেয়েছি,
কিন্তু হারাবো কোথায়?
আমি যে বেকার যুবক
পকেট ছেড়া কাগজে ভরাট,
অর্থের বড়ই সংকট।
২৪০২০৫
এ কেমন তোমার আগমন
এলামেলো করে সব আয়োজন।
অপ্রস্তুত আমি করিতে তোমায় বরণ
আজ আশার ছিল না কোন কারন।
তোমার মিষ্টি হাসি আর অপলক দৃষ্টি
হৃদয়ের অন্তরালে করে তোলপাড় সৃষ্টি।
নরম পায়ে এসে বসলে আমার পাশে
যেন সমস্ত স্বর্গের সুখ লাগলো নিশ্বাসে।
হৃদয়ে হলেছিল যে আশার সঞ্চারন
তোমার সন্মোধনে হইল তাহা বিশ্ফোরন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




