Dear Fazlul Hauqe, I have just updated my facebook status message by dialing *325# from my Airtel Mobile ...Sender GP
কিছুক্ষণ আগে জিপি থেকে এই মেসেজটা আসলো। কিন্তু আমি ব্যাপারটা বুঝলাম না। জিপি এই মেসেজ দিয়ে আমাকে কিসের অফার দিলো! আর জিপি এয়ারটেল'র এতো গুণগানই বা কেনো গাইছে..!
জিপি অনলাইন কেয়ারে নক করলাম। Mohaiminul নামের এক কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে। উষ্ণ অভ্যর্থনা শেষে আমার এই মেসেজের কথা শুনে সে মনে হয় আকাশ থেকে পড়লো। একদম ধুয়েমুছে না করলো। তারা এই মেসেজ পাঠায়নি।
আমি বললাম, আমি কি তাহলে পাগল হয়ে গেছি নাকি। গত ৭/৮ বছর ধরে জিপি সিম ইউজ করছি। অথচ জিপি'র সেন্ডার কনফার্ম হতে পারিনা!! তাকে বললাম, ভাই বিশ্বাস করেন। আমাকে জিপি থেকেই মেসেজ দেওয়া হয়েছে। কিন্তু ভাই আমার মানতেই চায়না। শেষমেষ বললো, স্যার জিপি আপনাকে মেসেজ পাঠায়নি এটাই সত্যি। যদি পাঠাতো তাহলে আমাদের কাছে রেকর্ড থাকতো। আমাদের বিশ্বাস করুন। --
আমি বুঝতে পারছিলাম না কাকে বিশ্বাস করবো জিপি'র ম্যানেজারকে না নিজের চোখকে। যাহোক শেষমেষ উনি আমাকে অনুরোধ করে সম্মানের সহিত বললো যে, আমি যেনো কোনো কাস্টমার কেয়ারে গিয়ে মেসেজটা দেখাই। তাদের কো-অপারেট করি।
আমি বললাম ভাই এইতো লাইনে আইছেন। কেয়ারে কেউ এমন উজানি করলে, তারে চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিমু। .... আপনারে তো দেখাইতে পারতেছিনা।
দেখা যাক, কাল যামু কেয়ারে। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছিনা জিপির সেন্ডার থেকে এই গাদ্দারী কে ফিক্সিং কে করছে.. জিপি'র খেয়ে জিপির পরে এয়ারটেল মোবাইলের কীর্তন গাচ্ছে!!!
কিউরিয়াস মাইন্ড জানিবার চায়, এহেন মেসেজ আমারে তাহলে কে পাঠাইলো ! —

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




