আগুনকে চড়থাপ্পর দেয়া সকলের কম্ম নয়।
সকালবেলা, ডিসপেন্সারিতে এসেছে সে হাত পুড়িয়ে
আমার কাছেও এসেছিল কাল রাতে উড়ে উড়ে ঘুরে
বেমক্কা তুফান চিৎকার তারপর হনহন চলে গেল পোড়া হাতে।
পাশের মাঠে বিরাট উৎসব, জিপসি ও যাযাবর
রঙ ঢঙ নাচ গান যাত্রার দুর্বার প্যান্ডেল
সকলে বসে বসে দেখবো ওড়নার লীলাখেলা
গায়ে পড়া ভোজবাজি বেহায়া ঠমক
আর রাত বাড়লে তাঁবুর অন্ধকারে আরো কিছু...
জমে উঠেছে হল্লা ও উৎসাহ, ঢোলের বাড়ি
নাগরের পানপাতা কায়দার চুল হুলুস্থুল
ঢেউ হয়ে ভেঙে পড়ছে ঢোলকের তালে।
আ-রে-রে-রে-রে সুরে নূপুরে আগুন তুলে
ছুটে এলো মঞ্চের পরী, আর সে এসেই
আগুন লাগাবে বলে হামলে পড়ছে ঘাড়ে
চোখ জুড়ে কাজলের কালি কোমরে খঞ্জর
উড়ে উড়ে ঘুড়ছে সে আগুনের পরী
আসলে তার জানা ছিল
আগুন নাচাতে হলে জন্মের নামে
নিজেকে পোড়াতে হয় আগুনের দামে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৯ সকাল ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




