আজো দেখি আগুন।
ডঙ্কা বাজানো কোনো পুরুষের গায়ের চামড়া থেকে ঝরে পড়ছে ঘাম
হারে রে রে রে রে বলে সে যখন ছুটেছে তখন চিৎকার রগ ফুলায় বা
রক্তরোদ। এইবেলা বলবে কেউ টোটেমের দেশ ভেঙে চলে আয়,
অনেক হয়েছে থাকা এইবার ভেতর বহির ছেড়ে চলে আয়, উঠে আয়
আচ্ছন্ন নেশায় মোড়া আগুনক্ষুধার পাশ থেকে।
গ্ল্যাডিয়েটর রক্ত ধোয় ঠাণ্ডা নদীর জলে, মাছেরা ব্যান্ডেজ নিয়ে অপেক্ষায় থাকে।
ওরা তো জানে না এক একটি যুদ্ধ মানুষকে ক্ষমা করেনি, দেয়নি কোনো সময়।
অন্তঃসত্ত্বা মেয়েটি হেঁটে গেল বলে সেকি হাসাহাসি জবরদস্ত শিষ! শুনে পেটের
বাচ্চাটা পর্যন্ত কেঁপে ওঠে...!
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




