ছোট শহরের দুঃখগুলো উঠে আসে ঢাকা শহরে
ঢাকার গুলো টরেন্টোতে। তবে আর কোথায় যাবে ?
উত্তর গোলার্ধ থেকে দূর কোনো কূহেলিকা ভোরে
হাঁটতে হাঁটতে পৌঁছে যাবে কোনো অচেনা জগতে।
সেখান থেকে আবার কোথায় ?
এভাবে আবারো আরো কোথাও?
কোথায়, কোথাও, কোথায়, কোথায়...
কবি নয়, নারী নয় শুধু ধুলো পরিচয়ে
পথ তাকে আঁকড়ে থাকে আঁক কাটে ধুলোর বুকে।
ক্রস আর কাটাকুটি খেলাগুলো খেলবে বলে
কেটে গেল চৌদ্দজনম বেলা।
যারা স্টেশনে দাঁড়িয়ে ছিল তাদের কোনো সুটকেস ছিল না
ওদেরকে যাত্রী নয় ওই অঞ্চলের মানুষ ভেবেছিলাম
ভেবেছিলাম ওরা ভাগ্যবান, শুধু আসা যাওয়া দেখে। অথচ
ওরা কোমরে আড়াল করা বিষলক্ষার ছুরিতে মাখিয়ে এনেছিল
গোখরার বিষ এবং তারা আমারই অপেক্ষায় ছিল গা ছমছম সন্ধ্যায়।
যখন হাসতে হাসতে রেলের কামরা থেকে নামছিলাম
কোমরের ছুরিগুলো বিষ ভুলে আমাকেই দেখছিল
ওরা ওদের কাজটা করতে পারেনি, ভুল হলে ভুল যায় বেড়ে
ছোট শহর থেকে ঢাকা, ঢাকা থেকে টরেন্টো
আরো যে কোথায়, কোথাও, কোথায়, কোথায়...
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




