আত্মহত্যার রক্ত পড়ে আছে মেঝেতে, সেও লাল ও পরিচিত
রাতের আকাশ জুড়ে আদিবাসী চাঁদ গান গাইল আর
কোনো রকম মিশ্রণ ছাড়াই তোমাকে লাগছে ঘোর আদি অধিবাসী।
পর্দা উঠে গেলে যেভাবে জানালা দেখে নতুন প্রকৃতি
সেভাবে তোমাকে দেখা, গুহাচিত্রের মাঝখানে অন্যরকম
দক্ষিণের সুপারি সারি মাথা দুলিয়ে ডেকে নিতে চা-- যাবে কি ?
প্রতিবছর প্রতিবার এমন ডাক নাও দিতে পারে, তবে ঠিক
একবার যদি যাও তাহলে বারবার যাবার প্রবণতা বাড়বে
তাই আগেই স্থির করো আমাদের পুকুরগুলোর পাশে সারারাত
আদিবাসী চাঁদের সাথে বসবে কিনা।
যারা আত্মহত্যার সমর্থক তাদের কেউ কেউ আমার বন্ধু
আমাদের প্রায় সব বন্ধুরাই পরস্পরের কাছে খোলামেলা
তারা তাদের বন্ধুদের প্রতি অমায়িক আস্থাশীল এবং ক্রমাগত
কিন্তু সব বন্ধুরা জানে না আত্মহত্যার পর রক্তের চরণধ্বনি
চাঁদ হয়ে ডাক দেয় প্রতিজন্মের ভেতর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




