রাতের রোদ, দিনের জোছোনা কেউ জানে না- এ’জীবনে বেঁচে থাকতে
এ’মুখ দেখবে না ম্যাজিকআকাশ, বৃষ্টিনিশ্বাস…
দূর নক্ষত্রের কথা অনেকেই জানে, তারপরও অন্ধকার জড়িয়ে থাকে,
হেঁটে যাই, মেখে যাই মিটে যাওয়া দীর্ঘশ্বাস রাত।
গাঢ় শব্দের প্রাচীন কম্পন গভীর অতল থেকে একবার মাথা তুলে
আবারো ডুবে যায়, অনেক চাঁদের ঘাটে গলে পড়ছে নিয়নের আলো, শরীরের দেশে লেগে যাচ্ছে তামা রঙ ক্ষুধা, জাগো অথবা নাও-
ভোরের আঁচল খুলে দেখাও আরেকটি পৃথিবী, চেনা নয় তবু খুব আপন। মনে থাকবে না এসব অনেক কিছু- তবু যা থাকবে তার জন্যে
একবিংশ শতাব্দীর কবি কোনোদিন ভুলবে না লাবণ্য লেখা,
ভুলবে না অজানা স্পর্শের ভেতর লুকানো ব্যথিত আয়োজন।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




