হঠাৎ ক’রে একদিন
একটি একক ব্যথার ভারে অসুস্থ দু’জন
প্রস্তাবিত কুয়াশা চাদর হয়ে জড়ায়
প্রকাশ্যে পোড়োছবি গান গায় মুগ্ধ অভিমানে
অবশ্য পরস্পর জানে নি এই ব্যথার কারণ...
বনের বৃষ্টি, ভিজে ঘাস আর
কাঠবিড়ালির পায়ের ছাপ
এক একটি ছাপাখানা হয়ে ঝুলে থাকে
প্রকৃতি এসে বলে, এই ছাপাশিল্প ছাড়া
আর কিছু নেই তোর কপালে
মেঘেদের পাশে শুয়ে একসময় চমকে উঠি
সত্যি তো! এছাড়া আমিও তো কিছুই শিখি নি!
এক একটি জীবন এভাবেই
চার রঙা প্লেটে দিনরাত ছাপা হতে হতে
নিঃশেষ ক’রে ফেলে যাবতীয় রঙ
হাইডেলবার্গ কর্ড আর তার ক্রমাগত চিৎকার!
বাড়ির ভেতরে ঘর, ঘরের ভেতরে বিছানা
বিছানার ভেতরে আছে কুয়াশা চাদরে ঢাকা
হিম ছাপাখানা।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




