দীর্ঘশ্বাসের নদী পেরুলেই আমাদের ছোট কুড়েঘর
যেখানে সারাবেলা আলপনা এঁকে যায় হাওয়ার মাতন
কোথায় যে পা দিয়ে দাঁড়ালে মুছবে না রঙিন আঁচর
কী বলে ডাকলে কাছে বলবে, এইতো মনের মতো ?
সারাবেলা গান গায় ডাহুকের উতলা শরীর
দেহ ভাঁজ খুলে ডাকে ছবি আর প্রকৃতির ভিড়
দুয়ারে এসেছে ভোর রাতজাগা নিঝুম প্রণয়
মেঘেদের মাতামাতি শুষে খায় অজানা সময়
কাল যখন আমার হাঁটু থেকে রক্ত ঝরছিল একটা গা শিন-শিনে ব্যথা সারাক্ষন গ্রাস করলো, আমার খুব অভিমান হলো, কারো দিকে না তাকিয়ে হন হন হেঁটে গেলাম ফোঁটা ফোঁটা রক্ত ঝরিয়েই...। আলপনা আঁচরে আমি কফোঁটা রক্ত ফেলে এসেছি, নিজের অজান্তে কিছুদূর থেকে দাঁড়িয়ে দেখছি ঘূর্ণ্যমান সুফি নাচের পায়ের তলে মিশে যাচ্ছে রক্তরেখা, ধুয়ে যাচ্ছে চোরাবালির গোপন সংগোপন, অন্যমনস্ক হাওয়ায় দুলছে কুড়েঘরের অপেক্ষঅমান দেহ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




