পাগল হাওয়ার দাপট গায়ে মেখে আমি কি ভেসে বেড়াই সমুদ্র-নাভিমূলে?
আমি কি বোহেমিয়ান, ঘুরে বেড়াই পথে পথে? কে জানে,
যে জানে তার নামে বাজছে দূর হার্পের মসৃণ সুর ঘুরে ঘুরে...
আমাকে দেখ নি তুমি কোনোদিন, তোমাকে দেখি নি আমি চিরদিন
তবু পথ ডেকেছিল, তবু মন চেয়েছিল কাছে কাছে ঘুরেছিল বাদলের ঠিকানায়
চোখ বুঁজে ভেবেছি, কান পেতে শুনেছি বুকের শব্দগুলো মেঘের মতো
গুরু গুরু ডাক দেয়, জলের মতো ঘুরে ঘুরে কথা বলে,
পেঁচিয়ে ওঠে কণ্ঠ ও বুক... জানি সে-জলে ভিজছে অদেখা চিবুক।
দূরত্বের হুইসেল ট্রেনে করে নিয়ে যায় আরো দূর...
আমাকে দেখবে বলে স্টেশনে অপেক্ষামাণ যে,
কী করে চিনবে সে কোনোদিনই দেখে নি যারে?
দুরন্ত বৃষ্টিডাক পাঠিয়েছি জলরঙ খামে, পাঠিয়েছি তীব্র চুম্বন স্পর্শ-জ্যামিতি নামে
তারপরও নাই যদি আসে দেখবে সবুজ পাতায় দীর্ঘশ্বাস শুয়ে আছে...
থাক, শুয়ে থাক একবিংশের সব রাত, সব জ্বালা অন্ধকার,
দড়িতে শুকাতে দেয়া শার্টগুলো দোল খাক খা খা বাতাসে অতৃপ্ত শ্বাসে শ্বাসে।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




