ফিরোজ খাঁন তুষার (নভেম্বর ০৩, ২০১৩ , রাত ১১.০৫)
আমাকে একটা ফোন দিবা ?
বিশ্বাস করো , জাস্ট একটা মিসকল দিলেও হবে।
শুধু রাত ১২ টার পর যখন পৃথীবী ঘুমায়,
সাথে ঘুমায় আমার মুঠোফোন,
সারাদিন যা তা মুভি ডাউনলোড করতে থাকা কম্পিউটার টাও ঘুমিয়ে পরে যখন
তখন শুধু একবার একটা ফোনকল অথবা একটা মিসকল দিও প্লিজ।
চার দেয়ালে টোকা পেরেকে ঝোলানো মশারীর ভেতরে নিজেকে মৃত মনে হয়।
মৃত শরীরে কোনো স্মৃতি থাকে না, কি শান্তি তাদের? তাই না ?
অথচ আমার মৃত মনে হওয়া শরীরটাতে মোটা একটা মাথা, তাতে অনেক স্মৃতি।
পুরো একচল্লিশ টা রাতের স্মৃতি।
কয়েক হাজার মিসকল, আর অন্তহীন সময় যাবৎ আবোল তাবোল কথা।