
ব্লগ এখন নিস্তব্ধ, মাঝে মাঝে ১/২টা পোষ্ট আসে, মৃতের মতো পড়ে থাকে, সামনের পাতা থেকে পেছনে পাতায় যায় না। তবে, আমার পোষ্টগুলো সেইদিক থেকে কিছুটা সুখী, জন্ম নেয় পেছনে পাতায়, সেখানে ছায়ার মাঝে থাকে।
আমাকে বাকী ব্লগার থেকে দুরে রাখতে সামুটিম সফল হয়েছে। ব্লগের যেই ৪/৫ জন ভালো ব্লগার আছেন, তাঁরা আমার পোষ্টে আসেন সময় করে; আমি খুশী।
আমাকে আমাকে বেশ ব্যস্ত রাখেন কয়েকজন ডোডো ব্লগার; এরা আসেন, আমাকে ভৎসনা করার জন্য; এরা এখনো নিজেদের কার্যকলাপ নিয়ে সন্তষ্ট নন, বারবার ফিরে এসে প্রায় একই ধরণের মন্তব্য করেন। আমি সন্মানের সাথে উত্তর দিই; কারণ, এখন এরাই ব্লগের একটিভ ব্লগার। সামুর সৌভাগ্য যে এসব লোকদের ধরে রাখতে পেরছে; এরাও আনন্দিত, ব্লগিংও চলছে।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




