
দলগুলোতে মানুষই নেই, আছে হনুমান।
আমেরিকায় যদি ট্রাম্প ক্ষমতায় না'আসতো, বাংলাদেশে হ্যাঁ/না ভোট দিয়ে ইউনুসকে দেশের প্রেসিডেন্ট করে, দেশ চালাতো প্রাক্তন মিলিটারী অফিসারেরা ও বর্তমান জামাতী অফিসারা মিলে। দুতাবাস দেশে সরকার বসায়ে, দেশ স্বাভাবিক আছে দেখানোর আপ্রাণ চেষ্টা করছে।
ইউনুসের ক্যু'তে বিএনপি'কে প্রত্যক্ষভাবে যোগ করা হয়নি; কিন্তু দেশে বিএনপি সাপোর্টারেরা দৃশ্যমান। বিএনপি দল হিসেবে ভোট করার পজিশনে নেই; তাদের প্রতিটি লোক চুরি ডাকাতীতে মত্ত। তাদেরকে ক্ষমতা দিলে আওয়ামী লীগের জন্য বের হওয়া সহজ হবে, সেটা ইউনুস ও পাকিস্তানকে অশান্তিতে রেখেছে।
জামাতকে ক্ষমতা দিলে, ট্রাম্প কিভাবে রিএ্যাকশান করবে, দুতাবাস ও সেনাবাহিনী নিশ্চিত নয়। ইউরোপ এখন চরম ডানপন্হী, বাংলাদেশ ও আফ্রিকা নিয়ে তাদের সোজা নীতি, "জাহান্নেমে যাও, শুধু ইউরোপের দিকে রওয়ানা দিও না"।
এমপি হওয়ার মত কোন জীব বাংলাদেশে এখন নেই; জামাত থেকে যাদের নাম যাবে লিষ্টে এগুলো হবে রাজকারের চেয়েও ভয়ংকর; বিএনপি থেকে হবে বর্গীরা।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


