অক্ষরে অক্ষরে যন্ত্রনা, শব্দে শব্দে কান্না
লাইনে লাইনে বেদনাময় মাতা
বেনিন্দ আসে না হয়রান দুই চোখে,
যতই পাশ ফিরি না কেন, ফুলে শব্দ সাজই না কেন
অর্থে অর্থে কাফন, সমার্থকে বুড়ো নেংটো হাড়-গোড়
পুরো কাব্য একটি গোরস্তান যেন !
চারদিকে বিরান মরুময়তা
ভোরের চেহারায় তিমিরের ভয়াবহতা
হাসিগুলোর গায়ে মার্শিয়ার মোড়ক
খুশির সারা শরীর ক্যান্সারের জীবানু যেন!
শব্দে শব্দে কান্না, লাইনে লাইনে যন্ত্রনা
ভাবের চোখের সামনে সাত-পাটি দাঁতে আজরাঈল
পুরো কাব্য একটি গোরস্তান যেন !
পদে পদে তোর স্মরন, ক্ষনে ক্ষনে অশ্রু-ক্ষরন
নিঃশ্বাসে নিঃশ্বাসে গলাটিপে মরন যেন
যতই ছাড়াতে চাই তোর ছায়া, তোর প্রেম তোর মায়া
তোর স্মৃতি যতই পালাই না কেন............
জীবনের প্রতিটি মোড় একটি গোরস্তান যেন !
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




