একটি আফসোস-আবেশ নিয়ে অন্তরে-মধ্যহে দহি
নয়নের অশ্রু আর মাতামী গর্জনে, প্লাবনে বহি
তুমি বিনে মহাপ্লাবনে, সব ভাসমান এ অন্তরে................
কোথায় আছি, কোথায় যাবো তার নাই ঠিকানা
তুমি বিনে নয়নে, দৃশ্যে নেই বনিবনা, কেবলি
আসা-যাওয়া, খাওয়া না খাওয়া সময়ের কোলে বেহিসেবি খেয়াল
তুমি বিনে এক এক পল দংশে, দাঁতায় ক্ষনের ময়াল
তুমি বিনে আমি কিছু নই,জীবন নিছক মৃত্যু নিশানা
তুমি বিনে মহাশ্মাশানে, বিরান, চিতাময় এ অন্তর.....................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




