আশ্ ক ইবাদাত-এ আশিকী-ই ঈমান
ভালবাসা বান্দেগী, মুলাকাত হাজ্জ।
আমি মুরিদী নিয়ে রুহে তোর দরবারে কাটিয়ে দিন-রাত
খেতাবে মুনাফিক আমার চাদর হলো
তোর দেয়া চোটের ঝালর-ই তওফায়ে আদর হলো।
আমি ঘরকে পর করে তোর হলাম
ধন-কে পর করে তোর হলাম,
আমার রবকে
আমার গভীর রাত থেকে সাব্ কে পর করেও তোর হলাম
তারপরও কই তোর হলাম
তোর ইশ্-ক তোর স্পর্শ থেকে অপর হলাম।
আমার নিঃশ্বাসে আমার বিশ্বাসে তোর বিরাজ
আমার প্রেমে আমার রাহে তোর বিরাজ
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




