স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ‘দেশের আইন-শৃংখলা পরিস্থিতি আগের সরকারগুলোর চেয়ে বর্তমানে অনেক ভালো।’
সোমবার নারায়ণগঞ্জের পাগলায় কোস্টগার্ডের নতুন সংযোজন করা ‘টর্নেডো ক্লাস বোট’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা সোয়া ১১টার দিকে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।
‘গত কয়েকদিনে ঢাকাসহ সারাদেশে খুন-ডাকাতি-চুরিতে জড়িতদের গ্রেফতারের জন্য আইন-শৃংখলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে’ উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ‘ঢাকায় মহিলা এমপি’র বাড়িতে ডাকাতির পেছনে কোন গডফাদার জড়িত কি না তা খুঁজে বের করতে আইন-শৃংখলা রক্ষাকারিবাহিনী কাজ শুরু করেছে। অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।’
এর আগে সকাল সাড়ে সাড়ে ১০টায় কোস্টগার্ডের পাগলা স্টেশনে ‘টর্নেডো ক্লাস বোট’-এর উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘উপকূলীয় অঞ্চলে নতুন করে ১০টি কোস্ট গার্ড স্টেশন স্থাপন করার পরিকলনা রয়েছে সরকারের। কোস্টগার্ডের সঙ্গে সমুদ্রগামী অত্যাধুনিক জাহাজ অন্তর্ভুক্ত করা হবে।’
তিনি জানান, কোস্টগার্ডকে দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের পরিকলনা রয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন উপকূলীয় এলাকায় দিন দিন অপরাধীরা বেপরোয়া হয়েছে উঠছে। তাদের দমন করতে কোস্টগার্ড অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। আপাতত নদী ও উপকূল এলাকায় কোস্টগার্ডের কার্য্যক্রম সীমিত থাকলেও আগামীতে গভীর সমুদ্রে এর কার্যক্রম বিস্তৃত করা হবে।’
তিনি জানান, কোস্টগার্ড সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।
তিনি জানান, উপকূলীয় এলাকার জনগণের জান-মালসহ তেল-গ্যাস রায় কোস্ট গার্ড কাজ করে যাচ্ছে। কোস্টগার্ডের সফলতায় বহির্বিশ্বে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।
এ ধারা অব্যাহত থাকলে অচিরেই জাতিসংঘ শান্তিরী বাহিনী হিসেবেও কোস্টগার্ড কাজ করবে বলে স্বরাষ্টমন্ত্রী আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকাদার বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে ৪২ কোটি টাকা ব্যয়ে কোস্টগার্ডের বেশ কয়েকটি স্টেশন স্থাপন করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট থেকে ৮টি আধুনিক বোট এনে সংযুক্ত করা হয়েছে এই বাহিনীতে।’
তিনি জানান, ভিয়েতনাম ও খুলনা শিপইয়র্ডেও বেশ কয়েকটি জাহাজ তৈরি হচ্ছে কোস্টগার্ডের জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোস্টগার্ডের ডিজি কমোডর এফএএমএ আবেদীন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি সারা বেগম কবরী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক শামসুর রহমান, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী প্রমুখ।
সুত্র: Click This Link
ভাই আপনারা কিছু কন........
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




